ইউরোপ ::উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আন্ত:কোরীয় সীমান্ত বরাবর সামরিক উত্তেজনা হ্রাস এবং উভয় দেশের মধ্যে পারিবারিক পুনর্মিলনের কাজ পুনরায় শুরু করতে সামরিক ও রেডক্রস বিষয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছে দ. কোরিয়া।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সহকারি প্রতিরক্ষা মন্ত্রী সুহ চো-সুক বলেন, উভয় দেশের মধ্যে সামরিক কর্তৃপক্ষ পর্যায়ে বৈঠকের জন্যে উত্তর কোরিয়াকে প্রস্তাব দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, আলোচনার লক্ষ্য বিভক্ত দুই কোরিয়ার মধ্যে যেকোন ধরনের উস্কানিমূলক কর্মকান্ড বন্ধ এবং কোরীয় যুদ্ধের কারণে বিভক্ত হয়ে পড়া পরিবারের সদস্যদের মধ্যে পুনর্মিলনের ব্যবস্থা করা।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2u1ut7g
July 17, 2017 at 09:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন