সিডনি, ১২ আগষ্ট- গোটা অস্ট্রেলিয়া জুড়েই রয়েছে বাংলাদেশির বসবাস। প্রায় প্রতিটি প্রধান রাজ্য কিংবা শহরেই বাঙালিদের নিয়ে গড়ে উঠেছে ছোটবড় বাঙালি কমিউনিটি। শত কর্মব্যস্ততার মাঝেও বিভিন্ন সময় দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর উৎসব উদ্যাপন করেন এখানকার বাঙালিরা। এরই ধারাবাহিকতায় চলতি মাসে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি অনুষ্ঠান। এ ছাড়া আজ মেলবোর্ন ও অস্ট্রেলিয়ার উত্তর রাজ্যের রাজধানী ডারউইনে অনুষ্ঠিত হয়েছে একটি করে অনুষ্ঠান। প্রবাসী বাঙালি কমিউনিটি আয়োজিত এ সব অনুষ্ঠান-উৎসবের খবর থাকছে আজ। ঈদ ও পূজা মেলা আগামী ১৯ আগস্ট আসন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে সাউথ এশিয়ান ফ্যাশন ওয়্যার অস্ট্রেলিয়ার সৌজন্যে মেলবোর্নের কারোয়াথা কলেজ জিমনেশিয়ামে আয়োজন করা হয়েছে ঈদ ও পূজা মেলার। মেলায় বাঙালি পোশাক ও অলংকারাদির বিভিন্ন স্টল বসবে। মেলায় মেয়েদের পোশাকেরই প্রাধান্য থাকবে। সকাল ১১টায় শুরু হয়ে এই মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। অভিভাবক ও শিক্ষক সমাবেশ অস্ট্রেলিয়ায় রয়েছে বেশ কয়েকটি বাংলা স্কুল। তার একটি মেলবোর্নের বাঙালি ভাষা ও সাংস্কৃতিক স্কুল। শিক্ষকদের সঙ্গে অভিভাবকের মতবিনিময়ের লক্ষ্যে মেলবোর্নের এই স্কুল আগামী ২৬ আগস্ট আয়োজন করেছে অভিভাবক-শিক্ষক সন্ধ্যা নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্কুলের বিভিন্ন শিশু-কিশোরের অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি নটিংহিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। যেমন খুশি তেমন সাজসহ অনুষ্ঠানে থাকছে ছড়া, নাচ-গান, ছোট গল্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাঙালি ভাষা ও সাংস্কৃতিক স্কুলের ফেসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। গল্প-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিধ্বনি শুনি আজ ১২ আগস্ট শনিবার মেলবোর্নের চ্যান্ডলার কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় প্রতিধ্বনি শুনি শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার আলোকে সাজানো কথক-মেলবোর্নের পরিবেশনায় ছিল প্রেম ও দ্রোহের গল্প, প্রেমী ও সংগ্রামী মানবচরিত্রের কণ্ঠে উচ্চারিত সত্য শব্দের মতো কবিতা এবং সংগীতের সুর ও মূর্ছনায় রূপায়িত একটি চিত্রকল্প। স্থানীয় বাঙালি শিল্পীরা এতে অংশ নেন। ডারউইনে পিঠা উৎসব পিঠা আনুন, অংশগ্রহণ করুন-এমন শিরোনামে আজ শনিবার একটি পিঠা উৎসব ও প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার উত্তর রাজ্যের রাজধানী ডারউইনে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এনটির উদ্যোগে আয়োজিত এই পিঠা মেলায় ছিল বাংলাদেশি পিঠার জন্য পুরস্কারে ব্যবস্থা। ডারউইন কমিউনিটি অ্যান্ড আর্টস সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হয়। আর/১০:১৪/১২ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vwJFbD
August 13, 2017 at 04:29AM
12 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top