কলকাতা, ১৪ আগস্ট- কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয় ২২ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। রাজ্য সরকারের পাশ করা নতুন একটি আইনের বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্ববিদ্যালয়কে বাধ্য করতে তারা এখনো বিক্ষোভ অব্যাহত রেখেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আটকা পড়েছেন উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ নির্বাহী কাউন্সিলের একাধিক সদস্য। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরাও। নতুন আইনে বলা হয়েছে, কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার বদলে একটি স্বাধীন ও স্বতন্ত্র ছাত্র সংগঠন তৈরি হোক রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। যেটির নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হাতেই। কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতির হার থাকলে তবেই সেই সংগঠনে থাকতে পারবে। শিক্ষার্থীদের মতে, যাদবপুরে শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ কোনও সুবিধা করতে পারেনি। তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নতুন আইন মানা সম্ভব নয় এবং তা অবৈধ সেটা বিশ্ববিদ্যালয়ের লেটারহেডে লিখে রাজ্যকে জানাতে হবে। তবেই বিক্ষোভ প্রত্যাহার করা হবে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বলেছেন, কোনও ভাবেই নিয়ম বদল হবে না। -সূত্র : কলকাতা টুয়েন্টিফোর এমএ/ ০৯:৫২/ ১৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w4DkX3
August 14, 2017 at 03:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top