কলকাতা, ১৪ আগস্ট- বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের সহধর্মিণী শোভা সেন (৯৫) গতকাল রোববার ভোররাতে দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শোভা সেনের জন্ম ১৯২৩ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশের ফরিদপুরে। তাঁর দুই সন্তান উদয়ন ও বিষ্ণুপ্রিয়া। একমাত্র পুত্র উদয়নের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শোভা সেন ১৯৬০ সালে প্রখ্যাত অভিনেতা উৎপল দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বেথুন কলেজ থেকে স্নাতক করার পর শোভা সেন গণনাট্য সংঘে যোগ দিয়েছিলেন। এরপর লিটল থিয়েটার ও পিপলস থিয়েটারেও কাজ করেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক ও থিয়েটারের মধ্যে রয়েছে নবান্ন, ব্যারিকেড, টিনের তলোয়ার, তিতুমীর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেদেনী, একদিন প্রতিদিন, ভগবান শ্রীরামকৃষ্ণ, বৈশাখী মেঘ, দেখা, এক আধুরি কাহানি, শ্যাডোস অব টাইম, আবহমান। ২০১০ সালে পেয়েছিলেন মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার। এমএ/ ০৯:১২/ ১৪ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wW2YdV
August 14, 2017 at 03:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন