ঢাকা, ২৩ আগস্ট- রাজ্জাক আর কবরী, গত শতকের ষাট ও সত্তর দশকের অন্যতম জনপ্রিয় জুটি। কবরীর ভাষায়, আমার প্রায় সব ছবির নায়ক ছিলেন রাজ্জাক। যতটুকু মনে পড়ে, ১৯টি ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। গতকাল ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় নায়করাজ রাজ্জাকের মৃত্যু সংবাদ শুনে থমকে যান চিত্রনায়িকা কবরী। কী বলবেন, বুঝতে পারছিলেন না। তারপরও অনুরোধ রক্ষা করতে গিয়ে কিছু বললেন, বিশ্বাসই করতে পারিনি। মনে হচ্ছিল, ভুল শুনছি। কিন্তু সত্যটাকে মেনে নিতে হলো। তার সঙ্গে আমার জুটি দর্শক গ্রহণ করেছিলেন। কত যে স্মৃতি রয়েছে, তা বলে শেষ করা যাবে না। রাজ্জাকের সঙ্গে প্রথম গাজী মাজহারুল আনোয়ারের যোগাযোগ ছবিতে সাইন করেন কবরী। কিন্তু এই ছবিতে অভিনয় করা হয়নি। এরপর কাজী জহিরের ময়নামতি চলচ্চিত্রেই প্রথম অভিনয় করেন তারা। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সরস ও নিটোল বন্ধুত্ব। রাজ্জাকের চেয়ে বয়সে ছোট হলেও তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। কবরী বললেন, তার সঙ্গে আমার সব সময় খুনসুটি লেগেই থাকত। মতের অমিল হতো। তিনি বলতেন, এই রাগ করেছেন নাকি? আমি বলতাম, এই যাও চুপ, বেশি কথা বলবে না। জানালেন, এ বছর শুরুর দিকে রাজ্জাক যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাজ্জাক হাসপাতাল থেকে বাসায় আসার পর বলেছিলেন একদিন তার বাসায় যেতে। যাওয়া হয়নি। রাজ্জাকের সঙ্গে কাজ করার কথা বলতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা বললেন কবরী। বললেন, শুটিংয়ে তার সঙ্গে ঝগড়া হতো। আমি একটা কথা বললে তিনি উল্টোভাবে উত্তর দিতেন। তিনি একটা কথা বললে আমি মানতাম না। ওই বয়সে একটা ছেলেমানুষি ছিল। রাজ্জাকের সঙ্গে ২০ বছর কথা বলেননি কবরী। আবার যখন কাজ করতে গেছেন, ভুলে গেছেন পুরোনো কথা। বললেন, ঝগড়া হলেও একজন আরেকজনকে উপেক্ষা করার কোনো উপায় ছিল না। আজ অনেক কিছু মনে পড়ছে। মনে হচ্ছে, সত্যিই কি রাজ্জাক মারা গেছেন? কবরী বলেন, নায়করাজ রাজ্জাকের চলে যাওয়ার কথা বিশ্বাসই করতে পারিনি। অনেকক্ষণ মনে হচ্ছিল আমি ভুল শুনছি। কিন্তু সত্যটাকে মেনে নিতে হলো। তাঁর সঙ্গে আমার জুটি দর্শকেরা সাদরে গ্রহণ করেছিলেন। অনেক ছবিতে অভিনয় করেছি আমরা। কত যে স্মৃতি রয়েছে তা বলে শেষ করা যাবে না। এই মৃত্যুটা কিছুতেই যেন মেনে নিতে পারছি না। তাঁর আত্মা যেন শান্তি পায় সেই দোয়া করি। এমএ/ ০৮:০৮/ ২৩ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w1oMp9
August 23, 2017 at 02:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top