ঢাকা, ২৩ আগস্ট- অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেহম্যান বলেছেন, উপমহাদেশে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। দেশের বাইরে সিরিজ জেতা আমাদের জন্য চ্যালেঞ্জ। তিনি বলেন, নিঃসন্দেহে এটি (বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট) হতে যাচ্ছে একটি উত্তেজনাকর টেস্ট সিরিজ। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। এখানকার উইকেট ভালো হবে বলে মনে হচ্ছে। কিছুদিন আগে আমরা ভারতে খেলে এসেছি। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড ভালো নয় বললেই চলে। ২০১১ সালের পর দলটি এখানে কোনো সিরিজ জিততে পারেনি। বাংলাদেশের সঙ্গে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এর সবকটিতেই জিতেছে অজিরা। সবশেষ ২০০৬ সালে বাংলাদেশ সফরে আসে অজিরা। ওই সফরে ২টি টেস্টই জেতে তারা। কিন্তু এবার তো অনেকদিন পর এসেছে অজিরা। আর এর মধ্যে বাংলাদেশ ক্রিকেটেও সাধিত হয়েছে অনেক উন্নতি। তাই তা মোটেও সহজ হবে না বলে মনে করেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান। ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে মিরপুরে ২৭-৩১ আগস্ট। আর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট। এমএ/ ০৮:৪৫/ ২৩ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xrjva1
August 23, 2017 at 02:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন