বিয়ে হয়েছে এখনও দুই মাস পূর্ণ হয়নি। এরই মধ্যে আর্জেন্টিনা সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে তৃতীয় সন্তানের জনক হতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। বিয়ের আগেই অবশ্য দুই সন্তানের জনক হয়েছিলেন মেসি। বাল্যকালের বান্ধবী এবং তার দুই সন্তানের মা আনতোনেল্লা রোকুজ্জোকে গত ৩০শে জুন নিজ শহর রোজারিওয় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেন মেসি। আর্জেন্টাইন পত্রিকা ওলে মেসি-রোকুজ্জোর তৃতীয় সন্তানের খবর প্রকাশ করেছে। মেসির আগের দুজন ছেলে- থিয়াগো এবং মাতেও। এ দুজনের সঙ্গে তৃতীয়জনও ছেলে নাকি মেয়ে সেটা অবশ্য এখনও জানা যায়নি। বার্সেলোনার হয়ে মেসি মাঠে এবং মাঠের বাইরে যতই সমস্যার মধ্য দিয়ে সময় কাটাক না কেন, পরিবারে যে দারুণ শান্তির মধ্য দিয়ে দিন পার করছেন সেটা এ খবরেই বোঝা যায়। আর/১০:১৪/২৪ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iu3aPb
August 25, 2017 at 05:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top