মালদায় জল নামছে ধীর গতিতে

মালদা, ৩০ আগস্টঃ কয়েকদিন ধরে দ্রুত গতিতে জল নামলেও গতকাল থেকে জলের গতি থমকে দাঁড়িয়েছে। ফলে বন্যাকবলিত এলাকাগুলিতে জলস্তর এদিন আর নামেনি। ফলে গাজলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে আলাল অঞ্চলের বেশ কিছু এলাকা থেকে জল সরে যাওয়ায় সেই সব এলাকার কিছু পরিবার কোনওক্রমে বাড়ি ফিরতে শুরু করেছে।

ত্রাণ শিবিরগুলিতে এখনও রয়ে গিয়েছে প্রচুর বানভাসি মানুষ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই সব শিবিরগুলিতে চলছে ত্রাণ বিতরণ। গাজলের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী জানিয়েছেন গাজলের জলমগ্ন এলাকাগুলো থেকে জল নামছে খুব ধীর গতিতে। সারাদিনে মাত্র কয়েক ইঞ্চি জল নেমেছে। ফলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি চোখে পড়েনি। এখনও ২৩টি ত্রাণ শিবিরে প্রায় ১৩ হাজারের বেশি মানুষ রয়েছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জন্য রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বন্যা পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার,তা নেওয়া হচ্ছে।

ছবিঃ পঙ্কজ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wozC8M

August 30, 2017 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top