ঢাকা, ৩০ আগষ্ট- বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে মালেশিয়া আওয়ামী লীগ। বুধবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়া আওয়াগী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদানের মধ্যে মালয়েশিয়া আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২০ লাখ টাকা ও বাংলাদেশ কমিউনিটি জহুর ও জহুর প্রদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান অহিদ, আব্দুল হামিদ জাকারিয়া, আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান ডাবলু, হাবিবুর রহমান হাবিব, হুমায়ূন কবির আমির ও আবুল হোসেন, বাংলাদেশ কমিউনিটি জহুরের সভাপতি ও জহুর প্রদেশ আওয়ামী লীগের সহ সভাপতি এস এম আহমেদ শাহাজাহান আলী, সহ সভাপতি মো. ফাহিম, জিল্লাল হুসাইন, সারফিন মিয়া ও মো. শামিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা বলেন, যেকোনো দুর্যোগে মালয়েশিয়া আওয়ামী লীগ সব সময় দেশবাসীর পাশে ছিল এবং আগামীতেও থাকবে। নিমতলি অগ্নিকাণ্ডের সময়ও মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছিলাম। আর/১০:১৪/৩০ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wiBfq1
August 31, 2017 at 04:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top