চ্যাংরাবান্ধা সীমান্তে নতুন প্রতীক্ষালয়

চ্যাংরাবান্ধা, ১৫ আগস্টঃ ভারতে আসা বিভিন্ন বিদেশি পর্যটকদের জন্য একটি প্রতীক্ষালয় স্থাপন করা হল চ্যাংরাবান্ধায়। ৭১ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ চ্যাংরাবান্ধা ভারত-বাংলাদেশ সীমান্ত চেকপোস্টে ওই প্রতীক্ষালয়টি তৈরি হয়েছে।

চ্যাংরাবান্ধার কেন্দ্রীয় শুল্ক দপ্তরের সুপারিনটেনডেন্ট অসীম সরকারের উদ্যোগে এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্সী, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, চ্যাংরাবান্ধা এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন, সীমান্তে মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলো ও বেশকিছু ব্যবসায়ীর ব্যক্তিগত সহযোগিতায় সীমান্ত চেকপোস্টের জিরো পয়েন্টে এই প্রতীক্ষালয়টি নির্মাণ করা হয়েছে।

চ্যাংরাবান্ধার ওই সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশ-বিদেশের নাগরিক, পর্যটক, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের মন্ত্রীরা ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকেন। কিন্তু ওই সীমান্ত এলাকায় কোনো প্রতীক্ষালয় না থাকায় বিদেশি নাগরিকদের খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে থাকতে হত। এমনকি বাংলাদেশ থেকে চিকিত্সা করাতে আসা রোগী ও তার আত্মীয়স্বজনদের গাছের তলায় চাঁদর পেতে বিশ্রাম নিতে হত। তবে এখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2vXSVrE

August 15, 2017 at 04:38PM
15 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top