ত্রাণ বিলিকে কেন্দ্র করে চলল গুলি

রায়গঞ্জ, ১৭ আগস্টঃ ত্রাণ বিলিকে কেন্দ্র করে গন্ডগোল। আর সেই গন্ডগোলকে কেন্দ্র করে শুরু হয় হাতাহাতি। অবশেষে গুলি চালাতে বাধ্য হয় ইটাহার থানার পুলিশ। গুলি গিয়ে লাগল ত্রাণ শিবিরে থাকা এক যুবকের গলায় এবং পিঠে। হাসপাতাল সূত্রের খবর, ওই গুলিবিদ্ধ যুবকের নাম বিজয় বর্মণ (২৩), বাড়ি ইটাহার থানার দূর্গাপুর গ্ৰাম পঞ্চায়েতের ধড়ন্ডা গ্ৰামে।

আহত যুবকের আত্মীয় বলেন, শ্রীপুরের কিশাণমান্ডিতে বুধবার থেকে একটি ত্রাণ শিবির খোলা হয়। সেই ত্রাণ শিবিরেই এদিন সন্ধ্যা সাতটার সময় চিরে, গুর, ত্রিপল দেওয়ার সময় ত্রাণ শিবিরে থাকা আশ্রিতদের মধ্যে ত্রাণ নিয়ে হুড়োহুড়ি লেগে যায়। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে কয়েকজন যুবককে লক্ষ করে গুলি চালাতে শুরু করে পুলিশ। এপ্রসঙ্গে পুলিশ সুপার শ্যাম সিং বলেন, একটি গুলির ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। এর থেকে বেশী কিছু বলা সম্ভব নয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fOTGNC

August 17, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top