বার্সেলোনা ছেড়ে চলেই যাচ্ছেন নেইমার। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে তার চুক্তি প্রায় চূড়ান্ত। তবে, চলে যাওয়ার আগে নেইমারকে আনুষ্ঠানিকভাবে গুডবাই বলতে চলেছে বার্সেলোনা। আজ বার্সেলোনার অনুশীলন সেশন আহ্বান করা হয়েছে। এই অনুশীলনই হতে চলেছে বার্সেলোনায় নেইমারের শেষ অনুশীলন। বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টেনেছে পিএসজি। ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে সব চেষ্টাও ব্যর্থ বার্সেলোনার। রেকর্ড ট্রান্সফার ফিতে নেইমার ছাড়ছেন বার্সেলোনা। হাসিমুখেই সতীর্থকে বিদায় জানাবে বার্সেলোনা। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম বলছে, এ সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে। সূত্রমতে, নেইমার আজ (বুধবার) বার্সা স্কোয়াডের সঙ্গে উপস্থিত থাকবেন। বার্সেলোনার সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন। মেসি-সুয়ারেজদের সঙ্গে শেষবারের মতো অনুশীলন করবেন নেইমার। চলতি সপ্তাহের মধ্যেই পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির বিষয়টি পুরোপুরি চূড়ান্ত হবে। যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের সফল প্রস্তুতি (ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ) শেষে নেইমার ছাড়া সবাই স্পেনে ফেরেন। স্পন্সরশিপের প্রচারণামূলক প্রোগ্রামে অংশ নিতে চীনে যান আগামীর বিশ্বসেরা। সেখান থেকে কাতারে গিয়ে পিএসজির মেডিকেল করার গুজব ছড়ালেও সাংহাই থেকে বুধবারই তার বার্সায় ফিরে আসার কথা। বার্সাকে রিলিজ ক্লজ (ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইলে এ পরিমাণ অর্থ দিতে হবে) বাবদ ২২২ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত পিএসজি। চুক্তি সই হলেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হবেন নেইমার। রেকর্ডটি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবার দখলে (১০৫ মিলিয়ন ইউরো)। সম্প্রতি নেইমারের বার্সেলোনা ছেড়ে নেইমারের চলে যাওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। কিন্তু নেইমার এ বিষয়ে চুপ ছিলেন। তবে, শেষমেশ স্প্যানিশ ক্লাবকে ছেড়ে যাচ্ছেন তিনি। এবার তিনি মাঠ মাতাবেন ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে। সংবাদমাধ্যমের খবর মতে, পিএসজির আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা নেইমারকে ক্যাম্প ন্যূ ছাড়ার অনুমতি দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দলের অনুশীলনের সময় সতীর্থদেরকে নেইমার জানান, বার্সেলোনা ছাড়তে চান তিনি। এরপর কোচ এরনেস্তো ভালভেরদে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে অনুশীলন না করে তার ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেন। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পিএসজিতে পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন। পিএসজিতে বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো পাবেন নেইমার। নেইমারের সঙ্গে এ চুক্তি হয়ে গেলে নেইমারের বাবা ৪০ মিলিয়ন ইউরো পাবেন। এ হিসেবে ৩০ বছর পর্যন্ত ফ্রান্সে কাটাতে হবে তাকে। অথচ গত বছরই বার্সার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছিলেন। তাকে পেতে যেন কোনো ক্লাব আর আগ বাড়াতে না পারে সেজন্যই আকাশছোঁয়া রিলিজ ক্লজ বেঁধে দেওয়া। কিন্তু দীর্ঘদিনের টার্গেটকে ভাগিয়ে আনতে একপায়ে খাড়া পিএসজি সফলই হতে যাচ্ছে। এমনটাও শোনা যাচ্ছে মেসির ছাড়া থেকে বেরিয়ে এসে এককভাবে ইউরোপের বড় কোনো ক্লাব প্রতিনিধিত্ব করার ইচ্ছাটাই নাকি নেইমারের বার্সা ছাড়ার অন্যতম কারণ। মোটা অঙ্কের অফার বড় নিয়ামক হিসেবে কাজ করে। স্প্যানিশ লিগের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর অসাধারণ পারফরম্যান্সে অনেকটাই আড়ালে ছিলেন নেইমার। ব্যালন ডিঅর জয়ের সুযোগ ছিল না বললেই চলে। পিএসজিতে যাওয়ায় সেই সুযোগটি খুলে গেছে বলে মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা। এদিকে নেইমারকে রাখার ব্যাপারে সব রকম চেষ্টাই করেছে বার্সা কর্তৃপক্ষ। এমনকি মেসি-সুয়ারেজও হস্তক্ষেপ করেছেন। শেষ রক্ষাটা আর হচ্ছে না। এখন নেইমারের জায়গা পূরণে মাঠে নামতে হবে স্প্যানিশ পরাশক্তিদের। এ তালিকায় আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যান্তোনিও গ্রিজম্যান, জুভেন্টাসের পাওলো দিবালা, বরুশিয়া ডর্টমুন্ডের ওসমান ডেম্বেলে, রিয়াল মাদ্রিদের টার্গেট কাইলিয়ান এমবাপ্পে। এমনকি পিএসজির অ্যাঞ্জেলো ডি মারিয়াও আলোচনায়। এদিকে লিভারপুল থেকে নেইমারের স্বদেশী ফিলিপ্পে কুতিনহোকে আনার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালানরা। শেষ পর্যন্ত নেইমারকে হারানোর ধাক্কা সামলে যোগ্য উত্তরসূরি আনতে পারবে তো বার্সা? কাতালান ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জিতেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। আর/১৭:১৪/০২ আগষ্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vihyiL
August 03, 2017 at 01:24AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.