লেবাননে আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করছেন আলী আকবর মোল্লা।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করছেন আলী আকবর মোল্লা।

বাবু সাহা, লেবাননঃবাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার একাংশের সংবাদ সম্মেলনে তিনজন আওয়ামীলীগ নেতাকে লেবাননের রাজনীতিতে অবাঞ্চিত ঘোষনা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ লেবানন শাখার আরেকটি অংশ।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের অর্থায়নে ও প্রশাসনিক সহায়তায়, কতিপয় আওয়ামী নামধারী নারী কেলেংকারীতে জড়িত নেতৃবৃন্দের তথাকথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার একাংশ, যার নেতৃত্ব দিচ্ছেন সভাপতি আলী আকবর মোল্লা।তিনি যে অংশের নেতৃত্ব দিচ্ছেন, সেই অংশকেই তিনি লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়ার পরিচালনা ও সভাপতি আলী আকবর মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় নেজমি ক্লাব ষ্টেডিয়ামের কফি হাউজে ১ লা আগষ্ট মঙ্গলবার রাত ৯.০০ ঘটিকায়।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন আলী আকবর মোল্লা।প্রথমেই তিনি শোকাবহ আগষ্ট মাসের তাৎপর্য্ তুলে ধরেন।তিনি বলেন, রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের অর্থায়নে ও প্রশাসনিক সহায়তায়, কতিপয় আওয়ামী নামধারী নারী কেলেংকারীতে জড়িত নেতৃবৃন্দের তথাকথিত সংবাদ সম্মেলনের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ ভূঁইয়া, প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও বর্তমান সভাপতি আলী আকবর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ন করতে রাষ্ট্রদূত কতৃক পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ তাদের এই তথাকথিত সংবাদ সম্মেলন।

আপনারা জানেন, বাংলাদেশ দূতাবাসে প্রায় ৫ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশী দেশে যাওয়ার জন্যে নাম নিবন্ধন করেছে এবং প্রায় ২০০০ হাজার এর উপর অধিক বাংলাদেশী ইতিমধ্যেই দূতাবাসের সহায়তায় দেশে প্রত্যাবর্তন করেছে।সেই সুবাদে রাষ্ট্রদূত প্রায় ৫ কোটি ৬০ লক্ষ টাকা দুর্নীতি করেছে এবং দূতাবাসে নিয়োগ বাণিজ্য ও ভিসার জব কন্ট্রাক সহ ওয়েলফেয়ার এর টাকা হাতিয়ে নিচ্ছে।রাষ্ট্রদূতের অনিয়ম ও দুর্নীতির সকল তথ্য বিবরনী পররাষ্ট্র মন্ত্রনালয় সহ বর্তমান সরকারের উচ্চ পর্যায়ে সকল প্রবাসীদের পক্ষে আলী আশরাফ ভূঁইয়া আবেদন আকারে অবহিত করেন।এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত ক্ষুদ্ধ হয়ে কিছু ভিসা ব্যবসায়ী নামধারী নারী কেলেংকারীতে অভিযুক্ত বাংলাদেশ আওয়ামীলীগের লেবানন শাখা থেকে বহিষ্কৃত সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারী কতিপয় সুবিধাবাদী নেতার মাধ্যমে ৪০০০ মার্কিন ডলার দিয়ে বিভিন্ন স্থান থেকে কিছু সহজ সরল প্রবাসী ভাই-বোনদেরকে মিথ্যা কথা বলে, গাড়ী ভাড়া করে রাষ্ট্রদূতের সহযোগীতায় স্থানীয় পুলিশ প্রহরায় তথাকথিত সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লেবানন শাখার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সাবেক সাধারন সম্পাদক রুবেল আহম্মেদ, যিনি ইদানিং বাবুল মুন্সীর একাংশে যোগদান করেছেন, তিনি কি ভাবে জ্যেষ্ঠ পদস্থ নেতৃবৃন্দকে বহিষ্কার করেন?তা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং তার এই অনৈতিক  কার্যকলাপের জন্যই বিগত ২৩/৭/২০১৭ ইং তারিখে সভাপতি জরুরী সাধারন সভা আহব্বান করে কার্যকরী নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে সংগঠনের সাধারন সম্পাদক থেকে অব্যহতি দেওয়া হয়।এমনকি উপস্থিত সবার দাবীর পরিপ্রেক্ষিতে তাকে সাধারন সদস্য থেকেও বহিষ্কার করা হয়।আবুল বাশার প্রধান ও সুফিয়া আক্তার বেবীর বিরুদ্ধে লেবাননে  টুরিস্ট ভিসার নামে দালালীর অভিযোগ রয়েছে।আবুল বাশার প্রধান বর্তমানে যে গাড়ীটি ব্যবহার করছেন, সেই গাড়ীটি তিনি দূতাবাসের এক সাবেক কর্মকর্তার দেয়া উৎকোচ হিসেবে পেয়েছেন।রাষ্ট্রদূত এসব সুবিধাবাদী লোকদের মাধ্যমে লেবাননে আওয়ামীলীগের রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

১৬ কোটি মানুষের আস্থা, দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নিকট আকূল আবেদন, দুর্নীতিবাজ রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে লেবানন দূতাবাস থেকে প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

পরে আলী আকবর মোল্লা সংবাদ সম্মেলনে উপস্থিত অন লাইন মিডিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাকী আক্তার আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা সম্পূর্ণ ভূযা এবং মিথ্যা।সে অন্যের শিখিয়ে দেওয়া বুলি নিজের মুখে বলেছে।সে নিজেও একজন মহিলা দালাল।সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখা একাংশের  অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিগত ৩০ জুলাই রবিবার বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার আরেক অংশের সাবেক সভাপতি আবুল বাশার প্রধানের সভাপতিত্বে পুলিশ প্রহরায় সাংবাদিক সম্মেলনে সদ্য বাবুল মুন্সীর গ্রুপে যোগ দেওয়া সাবেক সাধারন সম্পাদক রুবেল আহম্মেদ অসাধু দালালী ও সাধারন প্রবাসীদের সাথে প্রতারনার অভিযোগে আলী আকবর মোল্লা, সোহেল চৌধুরী ও ভূয়া মুক্তিযোদ্ধা আলী আশরাফ ভূঁইয়া-এই তিন ব্যক্তিকে লেবাননে আওযামীলীগের রাজনীতিতে অবাঞ্চিত ঘোষনা করে সংগঠনটির রাজনীতি থেকে বহিষ্কারের আদেশ প্রদান করে।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ujixL1

August 02, 2017 at 06:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top