সিলেটের মহিলা ছিনতাইকারী ও চোর সিন্ডিকেটের চোখ এখন শাহজালাল মাজারে উরসের দিকে

সুরমা টাইমস ডেস্কঃসিলেটের মহিলা ছিনতাইকারী ও চোর সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাইফুল ও তার ভাই সোহেল এবং মন্নান উরফে(ভাংগারী মন্নান)সে বর্তমানে পিররবাজার এলাকায় থাকে। তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ সিলেট মেট্রোপলিটন এলাকার দক্ষিণের কয়েকটি থানা।কিছু সুত্রে জানাগেছে-প্রতিদিন সাইফুল তার সহযোগীদের নিয়ে বিকালে দক্ষিণ সুরমার পুরাতন ডাকঘর সংলগ্ন জাহাজ বিল্ডিং এলাকায় অবস্থান করে থাকে,সূত্র জানিয়েছে- ছিনতাইকারী সাইফুল আগেও একাধিকবার ছিনতাইসহ নানা ঘটনায় গ্রেপ্তার হয়েছে,অনেক বার জেল খেটেছে। তার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানায় বল্লি গ্রামে। পিতা মৃত বক্কু বেগ। ভাই সুহেলের মতো সাইফুলও ১০-১২ বছর আগে সিলেটে আসে। এরপর ধীরে-ধীরে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। সিলেট নগরীর বিভিন্ন স্থানে বসবাস করতো সে। বর্তমানে সে দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকার জৈনপুরে বসবাস করে। তার নিজের একাধিক স্ত্রী রয়েছে, ওদের নেতৃত্বে সিলেট নগরীতে মহিলা ছিনতাই সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। কখনো কখনো পুরুষদের সঙ্গে এক হয়ে ছিনতাই করে বেড়ায়। সম্প্রতি মহিলা সিন্ডিকেটের সদস্যরা নগরীর বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে চুরি করে। গেলো সপ্তাহে এক মহিলা ছিনতাইকারীকে নগরীর আখালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই মহিলা সিন্ডিকেট টি সিলেট নগরীর বিভিন্ন শপিংমল ও ডায়াগনস্টিক সেন্টার,এমনকি হযরত শাহজালাল (রহঃ)ও শাহপরান (রহঃ)মাজার জিয়ারত করতে আসা কেউ বাদ পড়ছেনা তাদের খপ্পর থেকে।গতকাল থেকে শুরু হয়েছে হযরত শাহজালাল (রহঃ) মাজারে পবিত্র উরস মোবারক,এবং এই সিন্ডিকেটের দৃষ্টি এখন উরস মোবারকের আসা বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের দিকে,কত মানুষ সর্বশান্ত হয়ে যেতে পারে এখান থেকে।নিম্নে এই মহিলা চোর চক্রের কয়েকটি নাম দেওয়া হল, এরা হচ্ছে-পপি বেগম(ছন্দনাম সোমা)এর গডফাদার মন্নান উরফে( ভাংগারী মন্নান),দক্ষিণ সুরমা জালালপুর কলার তল গ্রামে বসবাস করে সুমি বেগম,শীববাড়ি এলাকার লিপি বেগম, খোজারখলা এলাকার মমতা বেগম। এদিকে- সাইফুলের নিয়ন্ত্রণে থাকা নাজমা,কমলা, হচ্ছে মহিলা চোর ও ছিনতাই চক্রের তত্ত্বাবধান করে। ওরা বিভিন্ন সময় সাইফুলের স্ত্রী বলে পরিচয় দেয়। সকাল হলেই তারা বেরিয়ে পড়ে নগরীতে, গোটা নগরজুড়ে থাকা ১২-১৫ জনের মহিলা সিন্ডিকেটকে তারা নিয়ন্ত্রণ করে। সাইফুল ছিনতাই করে বেড়ালেও সে নিজেকে প্রায় সময় এসএমপির কয়েকটি থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিতো। অপরাধ জগতে সে ‘ডিবি সাইফুল’ নামে পরিচিত।এমন কি অনুসন্ধানী সুত্রে জানা যায়,এই সিন্ডিকেটের কাছ থেকে মোটা অংকের বখরা নিচ্ছেন এক প্রশাসনের সদস্য, জানা যায়,ওই (সি টি এস বি)’র কনষ্টেবল বাবলু নামে এক কর্মকর্তা।নাম প্রকাশে অনিচ্ছুক (সি টি এস বি)’র আরেক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেন,তিনি আরও জানান (সি টি এস বি)’র কনষ্টেবল বাবলু মহিলা চোর চক্রের সাথে জড়িত থাকায় প্রশাসনের গাফলতিতে,চলছে নারী চোর-ছিনতাই চক্রের রমরমা ছিনতাই বাণিজ্য। ছিনতাইকারী ও চোর চক্রের নিয়ন্ত্রক সাইফুল সিলেট মেট্রোপলিটন পুলিশের ছিনতাইকারী সিন্ডিকেটের তালিকার শীর্ষে রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vsp8Xg

August 12, 2017 at 06:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top