ঢাকা, ২২ আগস্ট- আজকের এফডিসি চেনার উপায় নেই। নেই কোন শুটিং আর লাইট-ক্যামেরা নিয়ে হাক ঢাক। সুনসান নিরবতায় মুড়ানো। শোক আর বেদনাময় ছাপ। কারণ, আসছেন বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দে যে মানুষটি নিজেকে মেলে ধরতে হাজারবার গিয়েছেন এফডিসিতে, আজ শেষবারের মতো নিথর দেহে সেখানে তিনি। আজ হয়তো কারো সঙ্গে কথা বলবেন না, শুধু ভক্ত আর মানুষের ভালবাসা দেখবেন চুপচাপ নিশ্চিন্তে। মঙ্গলবার সকাল ১১টায় নায়করাজ রাজ্জাকের মরদেহ ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে আনা হয়। এরপর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানীতে তার দাফন সম্পন্ন হবে। মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ বিষয়টি নিশ্চিত করেছেন। এফডিসিতে জানাজার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তার মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এর আগে সোমবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে রাজ্জাকের ছোট ছেলে সম্রাট জানিয়েছিলেন, কানাডা থেকে মেজ ভাই বাপ্পীর আসতে পারার ওপর নির্ভর করছে তার বাবার দাফন ও শ্রদ্ধা নিবেদনের বিষয়। এরপর রাতে সম্রাট সাংবাদিকদের জানান, বাপ্পীর দেশে পৌঁছাতে বৃহস্পতিবার কিংবা শুক্রবার হয়ে যাবে। তাই তারা আর অপেক্ষা না করে মঙ্গলবারই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই মহা নায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vjZBvT
August 22, 2017 at 05:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top