ঢাকা, ২২ আগস্ট- চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। গতকাল সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই মহা নায়ক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলাদেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গোটা চলচ্চিত্রশিল্প শোকে বিহ্বল। যে যাঁর অবস্থান থেকে ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছেন; প্রিয় নায়কের স্মৃতি রোমন্থন করছেন। এদিকে, তাঁর মৃত্যুর খবর এরই মধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পৌঁছে গেছে ওপার বাংলাতে। কিংবদন্তি এই নায়কের মৃত্যুর খবর শুনে কলকাতা থেকেও শোক প্রকাশ করেছেন টালিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। রাত ৯টার সময় প্রসেনজিৎ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাজ্জাকের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, তিনি আমার কাছে বাবার মতো ছিলেন এবং থাকবেন। তার সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছি। তার এই অকাল মৃত্যুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয়, আমার হৃদয়েও সৃষ্টি হয়েছে বিশাল শূন্যতার। তার মৃত্যুতে গভীর শোক জানাই। শান্তিতে থাকুন রাজ্জাক সাহেব। আর ঋতুপর্ণাও নায়করাজের ছবি পোস্ট করে লিখেছেন, আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুর খবরটি শুনে প্রচণ্ড বিমর্ষ হয়ে পড়েছিলাম। অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে এই প্রিয় নায়ককে নিয়ে। আমরা একসঙ্গে বাবা কেন চাকরসহ আরও অন্যান্য ছবিতে কাজ করেছিলাম। শান্তিতে থাকুন স্যার, এই প্রার্থনা করি। এমএ/ ১১:৪৮/ ২২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vTVYjX
August 22, 2017 at 05:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন