চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট সংলগ্ন বহু পুরাতন মাছ, সব্জি ও মুরগি বাজার স্থানান্তর করা হচ্ছে। ‘শহরের পরিবেশ নিয়ন্ত্রণ ও যানজট নিরসন’র জন্য নতুন হুজরাপুর পানি ট্যাকিং মাঠে বাজারগুলো স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পরিচালিত এই বাজার স্থানান্তরের লক্ষে বুধবার এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
নতুন হুজরাপুর পানির ট্যাংকি মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম মিনহাজ, মোসলেমা বেগম মুসি, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর কবির, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর তসিকুল ইসলাম তসি, মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলী সাজা, মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, সব্জি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মুরগি ব্যবসায়ী মনিরুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
মতবিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদ জানান, আগামী ডিসেম্বরের মধ্যে পানির ট্যাংকি মাঠে এ মার্কেট নির্মাণ কাজ শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৮-১৭
নতুন হুজরাপুর পানির ট্যাংকি মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম মিনহাজ, মোসলেমা বেগম মুসি, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর কবির, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর তসিকুল ইসলাম তসি, মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলী সাজা, মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, সব্জি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মুরগি ব্যবসায়ী মনিরুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
মতবিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদ জানান, আগামী ডিসেম্বরের মধ্যে পানির ট্যাংকি মাঠে এ মার্কেট নির্মাণ কাজ শুরু হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৮-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2xNdIeX
August 30, 2017 at 11:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন