পুণর্ভবার পর এবার বিপদসীমার উপরে মহানন্দা ❀ বন্যা পরিস্থিতির অবনতি

আগে থেকেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত পুণর্ভবায় গত ২৪ ঘন্টায় আরো পানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রবিবার তা বিপদসীমা অতিক্রম করেছে। দু’নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, ভোলাহাট ও সদর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে সংসদ সদস্যসহ বিজিবি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় মহানন্দায় পানি বেড়েছে ১৩ সেন্টিমিটার। এখন তা পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পূনর্ভবা নদীর পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে, পদ্মায় গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার ১০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, পুণর্ভবা ও মহানন্দায় পানি বৃদ্ধির কারণে গোমস্তাপুর উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে আরো ৩০টি গ্রাম। বন্যা কবলিত গোমস্তাপুর,  চৌডালা, বোয়ালিয়া, আলীনগর, বাঙ্গাবাড়ী, রহনপুর, রাধানগর ও রহনপুর পৌর এলাকার বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে উচু আম বাগান ও সড়কের ধারে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। বন্যা কবলিত এলাকায় বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতার খবর পাওয়া গেছে।
এদিকে বন্যার পানি ঢুকে পড়ায় গোমস্তাপুরের প্রায় ২হাজার হেক্টর রোপা আমন ও আউশ ধান এবং ৬৮ হেক্টও অন্যন্য ফসল ক্ষতির মুখে পড়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার শামশুজোহা জানান, রবিবার পর্যন্ত ১১টি প্্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
এদিকে রবিবার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর-শ্যামপুর সড়ক সন্তোষপুর-বাঙ্গাবাড়ী সড়ক ,আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ-বাচ্চামারি সড়ক, গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ি-চাঁদপুর সড়ক, রহনপুর ইউনিয়নের জনতা স্কুল মোড়-কাজিগ্রাম-কলকলিয়া সড়ক ও হুক্কাপুর-ষাড়বুরুজ সড়ক, রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গাÑবেগপুর সড়ক, রহনপুর পৌর এলাকার বড়বাজার-বাবুরঘোন সড়কে পানি উঠায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, মহানন্দায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভোলাহাট উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ চরম দুর্ভোগের মাধে পড়েছেন। উপজেলার বেশ কিছু সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এদিকে, মহানন্দায় দ্রুত পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের নি¤œাঞ্চল ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের নি¤œাঞ্চলেও পানি ঢুকে পড়েছে। তবে, এতে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তৎপরতা
বন্যা কবলিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাটে সংসদ সদস্য, বিজিবিসহ বেরসকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা চালানোর খবর পাওয়া গেছে। গত দু’দিনের মত সংসদ সদস্য গোলাম মোস্তফা রবিবারও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গত মানুষের মাঝে তার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন। সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান রবিবার রহনপুর পৌরসভার বাবুর ঘোন, উত্তর রহনপুর, আলিনগর, বোয়ালিয়া ইউনিয়নসহ ভোলাহাট উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
নাচোল উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের গোমস্তাপুর উপজেলার আব্দুল কাদের রবিবার বিকালে আলীনগর, বাঙ্গাবাড়ী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ সোনাতলা বাঁধ পরিদর্শন করেন এবং বন্যা কবলিত এলাকার মানুষের খোজখবর নেন।
ভোলাহাটে ৫৯ ব্যাটালিয়নের উদ্যোগে রবিবার সাড়ে ১০টার দিকে চরধরমপুর হাই স্কুলে বন্যা দূর্গত এলাকায় জন সাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন, ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ আলী উপস্থিত থেকে উপজেলার মোট ১শত ৫০ জন বানভাসি পরিবারদের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল, দেড় লিটার সোয়াবিন তেল, এক লিটার বিশুদ্ধ পানি, হাফ কেজি লবণ ও হাফ কেজি গুড় প্রদান করা হয়। ত্রান বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ভোলাহাট ইউপি চেয়ারম্যান আরহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আলীগ সিনিয়র সহ সভাপতি ইয়াশিন আলী শাহ, যুগ্ম সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, পোল্লাডাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আঃ রহমান, চরধরমপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম, বিআইপি খালেদসহ অন্যান্য বিজিবি সদস্যগণ।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-১৭




from Chapainawabganjnews http://ift.tt/2verVA4

August 20, 2017 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top