গাজলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন জেলা শাসক ও পুলিশ সুপার

মালদা, ২০ আগস্টঃ গাজলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আলাল এবং বৈরগাছি ২ অঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অর্ণব ঘোষ। এদিন তাঁরা স্পিডবোটে করে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। পাশাপাশি জলবন্দি এলাকাবাসীদের ত্রাণ সামগ্রী বিলি করেন তাঁরা।

জেলা শাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, আলাল এবং বৈরগাছি এলাকায় জলস্তর ক্রমশই বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এনডিআরএফ-এর দুটি দল দুর্গম এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি ত্রাণ সামগ্রীও বিলি করছে।

এদিকে, পুরাতন মালদার বাঁচামারিতে ত্রাণ শিবিরে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। মৃতের নাম অশোক নিয়োগী (৮০)। বন্যার কারণে গত চারদিন ধরে বাঁচামারির কলোনির মাঠে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন ওই বৃদ্ধ ও তাঁর পরিবার। ঠিক দু’দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন ওই বৃদ্ধ। এরপর ওই বৃদ্ধের শারীরীক অবস্থা আরও অবনতি হতে থাকে। আজ সন্ধ্যা নাগাদ হঠাত্ই তাঁর মৃত্যু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fWyDJ1

August 20, 2017 at 11:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top