লাকসামে জাতীয় শোক দিবস পালিত

মোঃ আবুল কালাম: দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার লাকসাম উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালে এ দিনে হারিয়েছে স্বাধীন মানচিত্র বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

দিবসটি উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও শোক র‌্যালী বের করা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না মাহমুদ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন ও মৎস্য কর্মকর্তা আবু জাফর, উত্তরদা ইউপি চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব খান প্রমুখ।

জাতীয় শোক দিবস উপলক্ষে লাকসাম পৌর পরিষদ, লাকসাম উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে দিনব্যাপী, বিভিন্ন অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৃথক পৃথক ভাবে দোয়া মুনাজাত, শোক র‌্যালী, কাঙ্গালী ভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ পালন করেছে ব্যাপক কর্মসূচী।

The post লাকসামে জাতীয় শোক দিবস পালিত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2uF5BDX

August 15, 2017 at 06:37PM
15 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top