রায়গঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

রায়গঞ্জ, ১৫ আগস্টঃ বন্যার পরিস্থিতির অবনতি হল রায়গঞ্জ শহরে। মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড বন্যার জলে প্লাবিত হয়েছে। মঙ্গলবার দশম শ্রেণীর দুই ছাত্র বিক্রম সরকার (১৪), শুভ সরকার (১৪)মাছ ধরতে গিয়ে অসাবধানতা বশত জলে পড়ে যায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। স্পীড বোট ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দীর্ঘক্ষণ পর ওই দুই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

রায়গঞ্জ থানার পোয়াললোড় গ্ৰামের ঘটনা। এদিন বিকেলে ওই দুই ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে, রায়গঞ্জ শহরের তুলসিপাড়া এলাকায় জলে তলিয়ে নিখোঁজ হয়েছে প্রদীপ পাশোয়ান নামে এক কিশোর। রায়গঞ্জ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা স্পীড বোট নিয়ে ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো হদিস মেলেনি।

রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্ৰাম পঞ্চায়েতের পাঁচটি গ্ৰামের মানুষ জলবন্দী। বিন্দোল গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা মনসুর আলী বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ হিসেবে খিচুড়ি বিতরনের ব্যবস্থা করেন আজ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2w6ns7j

August 15, 2017 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top