ঢাকা, ২৯ আগস্ট- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ সুদৃঢ় অবস্থানে আছে বাংলাদেশ। তা ছাড়া ৮৮ রানের লিড নিয়ে সফরকারী দলটিকে বেশ চাপেই ফেলেছে তারা। এখন লিড যত বড় হবে, স্বাগতিকদের জন্য ততটাই ভালো হবে। তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ মনে করেন, ৩০০ রানের বেশি লিড পেলেই এ ম্যাচে বাংলাদেশের জেতা সম্ভব। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে সাফল্য পেতে খুবই আশাবাদী মিরাজ। আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ম্যাচের বর্তমান অবস্থা এবং উইকেট দেখে আমার মনে হচ্ছে ৩০০ রানের বেশি লিড নিতে পারলে এই ম্যাচে আমাদের জেতা সম্ভব। তবে কাজটা আমাদের খুব একটা সহজ হবে না। অস্ট্রেলীয় বোলারদের খুবই সতর্কভাবে মোকাবিলা করতে হবে আমাদের ব্যাটসম্যানদের। তা না হলে ভালো কিছু করা সম্ভব হবে না। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ম্যাচে সাফল্য পাওয়া অসম্ভব নয় বলেও মনে করেন এই তরুণ স্পিনার, আমরা বেশ ইতিবাচক। আমার বিশ্বাস ম্যাচে আমরা সাফল্য পাবই। এখন প্রয়োজন ধারাবাহিকতা ধরে রাখা। আজ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি আমরা। এখন সবকিছুই বেশ দ্রুত ঘটতে পারে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি ছন্দ ধরে রাখতে পারি, কাল ওদের দ্রুত গুটিয়ে দিতে পারব। আসলেও তাই, ম্যাচে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ২১৭ রানে। তাই স্বাগতিকরা ৪৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশ ৪৫ রান তুলেছে, হারিয়েছে একটি উইকেট। বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে আছে ৮৮ রানে। এমএ/ ০৮:৪৩/ ২৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vnaJx1
August 29, 2017 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top