ঢাকা, ২৯ আগস্ট- ঘটনার প্রায় এক যুগ পেরিয়ে গেছে। তবুও ওই ম্যাচের পরাজয়ের পিড়া দেয় টাইগার ভক্তদের। ২০০৬ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের প্রথম ইনিংসে শাহরিয়ার নাফিসের ১৩৮ রানের সুবাদে ৪২৭ রানের পুঁজি গড়ে টাইগাররা। জবাবে পন্টিং-হেইডেনদের ২৬৯ রানেই গুটিয়ে দেয় রফিক-মাশরাফিরা। ১৫৮ রানের লিড পায় বাসার বাহিনী। প্রথম ইনিংসে আশা জাগানো টাইগার ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসেই হতাশায় ডোবায়। ১৪৮ রানে গুটিয়ে যায় আশরাফুল-আফতাবরা। স্বপ্নে জাগানো জয় ছিনিয়ে নেয় হাসি-ক্লার্করা। সেই স্মৃতি এখনও তারা দেয় টাইগারদের। সময় অনেক গড়িয়েছে। টাইগাররাও উন্নতি করেছে। সেই ফতুল্লা টেস্টের মতোই এবারও লিড নিলো বাংলাদেশ। এবারের লিডটা অবশ্য আগের চেয়ে কম। তবে জাবেদ-রাজিনদের দলের চেয়ে সাকিব-তামিমদের উপর অনেক নির্ভরশীল টাইগার ভক্তরা। চলতি ম্যাচের জয়ের পাল্লাটা ঝুঁকে আছে বাংলাদেশের দিকেই। তাই ফতুল্লার ঘটনার পুনরাবৃত্তি মিরপুরে চান না সমর্থকরা। এবার নতুন কোন ঘটনার জন্ম হোক। প্রায় এক যুগ আগের বিপরীত কিছু হোক- এটিই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।-ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/ ১১:১২/ ২৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xIsO5i
August 29, 2017 at 05:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন