ঢাকা, ২৯ আগস্ট- বহু আকাঙ্ক্ষিত এই সিরিজে ইমরুল কায়েসের উপর আলাদা নজর ছিলো নির্বাচকসহ ক্রিকেট ভক্তদের। কিন্তু পুরোপুরি ব্যর্থ তিনি। প্রথম ইনিংসে কোনও রান না করেই ফিরতে হয়েছিলো তাকে। প্রত্যাশা ছিলো দ্বিতীয় ইনিংসে কিছু হয়তো করে দেখাবেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই রূপ তার। নৈশ প্রহরী তাইজুল ইসলামের বিদায়ের পর ব্যাটে নেমেছিলেন এই ব্যাটসম্যান। কিন্তু ১৮ বল মোকাবেলা করে ২ রান যোগ করতে সক্ষম হয়েছেন তিনি। নাথান লিওনের করা ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেন ইমরুল। এই মুহূর্তে বাংলাদেশের তৃতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৭ রান। ইমরুলের উপরে প্রত্যাশা থাকার কারণও আছে। এখন পর্যন্ত ওপেন নেমে ২৯ টেস্টে ৩ সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ইমরুলের রান ১৪৬৬। গড় ২৭.৬৬। ওপেনার হিসেবে সেই পরিসংখ্যানটা আরও সমৃদ্ধ। ওপেনার ইমরুল ২৫ টেস্টে ৪৮ ইনিংসে করেছেন ১২৫৮ রান। গড় ২৭.৩৪। শতরান দুটি। হাফ সেঞ্চুরি চারটি। মুশফিক, সাকিব ও তামিমের মত ডাবল সেঞ্চুরি হয়তো নেই, কিন্তু পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে খুলনায় ১৫০ রানের দারুণ ইনিংস আছে ইমরুলের। এমএ/ ১১:১৪/ ২৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wOyFto
August 29, 2017 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top