বিশ্বনাথে ৩৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শুন্য

image_753_108785

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: শিক্ষক সংকটের পাশাপাশি বিশ্বনাথের ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে দীর্ঘদিন ধরে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ওই বিদ্যালয়গুলো। কিছু বিদ্যালয়ে সেচ্ছাসেবী শিক্ষক দিয়ে শিক্ষক সংকট কিছুটা দূর হলেও অনেক বিদ্যালয়ে নেই সেই সুবিধা। ফলে ব্যাঘাত ঘটছে শিক্ষার। শিক্ষক স্বপ্লতার কারণে নিয়মিত পাঠদান হচ্ছেনা অনেক বিদ্যালয়ে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা পড়েছেন বিপাকে। শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ৩৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে।

গত মঙ্গলবার শিক্ষা অফিসে গেলে দেখা যায়, অনেক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা অফিসারের কাছে এসেছেন। তাদের একটাই দাবি প্রধান শিক্ষকের পদ পূরণ করে দেয়ার। এসময় শিক্ষা অফিসার প্রত্যেককে বলেন, আপনাদের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখব এবং ওই বিষয়ে উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শুন্য রয়েছে, চৈতননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্বাসরাম রহমান আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মজলিসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পঞ্চগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, অলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজী আরসদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল পল্লী পরিষদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, মঠুককোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্বাসরাম আবক্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরেরচর (১) সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাইয়া-কাইড় মক্রম আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দোহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়, টুকেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাখারীকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা আনরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিয়াজানেরগাঁর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গেরকাছ (২) সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিংরাওলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরুণী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দশঘর নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তেলিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ বলেন, ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শূন্যের তালিকা উর্দ্বতন কর্তৃপক্ষের অফিসে পাঠানো হয়েছে। আশা করি ২০১৮ সালের জানুয়ারী-মার্চের মধ্যে শুন্য পদগুলো পূরণ হওয়ার কথা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2fwXjYl

August 11, 2017 at 06:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top