কয়েক দিন ধরে চলা নাটকীয়তার পর এলো চূড়ান্ত খবর; বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার খবরটি বৃহস্পতিবার ফরাসি ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানায়। ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিলেন নেইমার। গত বছরের অগাস্টে ইউভেন্তুস থেকে পল পগবাকে সাড়ে ১০ কোটি ইউরো দিয়ে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটাই ছিল ট্রান্সফার ফির আগের রেকর্ড। প্যারিসের ক্লাবটিতে সাপ্তাহিক আট লাখ ৬৫ হাজার ইউরো হিসেবে প্রতি বছর করসহ সাড়ে চার কোটি ইউরো আয় করবেন নেইমার। সঙ্গে বিশাল অঙ্কের ওই ট্রান্সফার ফি। সবমিলিয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের পিছনে পিএসজির খরচ দাঁড়াবে ৪৫ কোটি ইউরো। ফ্রান্সে পাড়ি দিয়ে উচ্ছ্বসিত নেইমার বলেন, পিএসজির উচ্চাকাঙ্ক্ষা আমাকে টেনেছে।মনে হচ্ছে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আজ থেকে আমি আমার নতুন সতীর্থদের সাহায্য করতে যতটা পারি করব। নেইমারের এই দল বদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল জোরালো আলোচনা। অবশেষে বুধবার নিজে কাতালান ক্লাবটিতে গিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। এরপর বৃহস্পতিবার শুরু হয় নতুন নাটকীয়তা। তার আইনজীবীরা বাই আউট ক্লজের অর্থ দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষের মতে, নেইমারকে কিনতে গ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v2aENp
August 04, 2017 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top