সৌদি যুবরাজ সালমান আর নেই

সুরমা টাইমস ডেস্ক : সৌদি আরবের যুবরাজ সালমান বিন সাদ বিন আবদুল্লাহ বিন টার্কি আল সৌদ মারা গেছেন।

এক রাষ্ট্রীয় বিবৃতিতে মঙ্গলবার তার মৃত্যুর খবর জানিয়েছে সৌদি রয়েল কোর্ট। পরে রয়েল কোর্টের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।

বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় বাদ আসর রিয়াদ নগরীর ইমাম টার্কি বিন আবদুল্লাহ মসজিদে যুবরাজের জানাজা অনুষ্ঠিত হবে। তবে যুবরাজ কখন মারা গেছেন তা বিবৃতিতে জানানো হয়নি।

১৯৭১ সালের ২১ অক্টোবর আবদুল্লাহ বিন টার্কি আল সৌদ জন্মগ্রহণ করেন। সৌদি রাজপরিবারের এ সদস্য ২০১৩ থেকে ১৪ সাল পর্যন্ত রিয়াদের ডেপুটি গভর্নর ও ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vjWB6f

August 09, 2017 at 11:16PM
09 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top