টরন্টো, ০৯ আগষ্ট- গত ৫ আগস্ট অনুষ্ঠিত হয়ে গেল গ্রেটার ঢাকা এসোসিয়েশন কানাডার বার্ষিক পিকনিক ২০১৭। দিনভর আড্ডা, গল্প, খেলাধুলা, আনন্দ-আয়োজনে প্রিয়জনদের সাথে অসাধারণ সময় পার করেন কানাডায় বসবাসরত ঢাকাবাসীরা। টরন্টোর ইটি সেটন পার্কে দিনব্যাপী এই পিকনিকে আরও ছিল নানা স্বাদের মজাদার খাবার, ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, আর মুখরোচক বোরহানি। সকাল ১১টা থেকে বিকেল ৮টা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন। পরিবার-স্বজন, বন্ধু, ছেলে-মেয়ে, প্রিয় মানুষদের সাথে নিয়ে সকলে উপভোগ করেন পুরো দিনটি। খেলাধুলার মধ্যে ছিল বিস্কুট দৌড়, রিলে রেস, মেমোরি গেম, দড়ি টানাটানি, বালিশ বদল সহ আরও অনেক কিছু। সবশেষে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। গ্রেটার ঢাকা এসোসিয়েশন কানাডার বার্ষিক পিকনিক ২০১৭-এর আহ্বায়ক নূর তৌহিদ এ প্রতিবেদককে বলেন, পিকনিক কমিটির সদস্যরা যার যার অবস্থান থেকে অত্যন্ত সুন্দরভাবে পিকনিক আয়োজনে সহযোগিতা করেছেন। বাচ্চারাও ভলান্টিয়ার হিসেবে অনেক সাহায্য করেছে। তিনি বলেন, ঢাকা হল আমাদের সকলের প্রাণের ঢাকা। সহ-সংস্কৃতির এই দেশে আমরা ঢাকার ঐতিহ্যও তুলে ধরার চেষ্টা করি। নূর তৌহিদ ছাড়াও আহ্বায়ক হিসেবে কাজ করেন সঞ্জীব রোজারিও। পিকনিক আয়োজনে আরও যারা ছিলেন তারা হলেন, মেন্যু প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট-এ মহসিন ভূঁইয়া, হাবিবুল্লাহ পারভেজ, আনামুল হক অ্যান্ড দিলিপ হালদার। ফাইনান্স ম্যানেজমেন্ট-এ আনোয়ার হোসেন; গেমস এন্ড স্পোর্টস ও ভলান্টিয়ার-এর দায়িত্বে ছিলেন সাজেদুন নাহার ঝর্ণা। ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে রিহা, রাফিও, রুপায়ন, করবি, অশানি, তাসিন অ্যান্ড অর্পিতা। ফটোগ্রাফিতে ছিলেন সামিন ইয়াসির প্রিনন। সূত্রঃ সিবিএন২৪ আর/১০:১৪/০৯ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vPPBiD
August 10, 2017 at 05:23AM
09 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top