সালমানের সঙ্গে ডেটে যেতে চাই- জ্যাকুলিন ফার্নান্দেজ

সুরমা টাইমস ডেস্ক;   সালমান খানের প্রেম-ভালোবাসার গল্প অনেক আছে। ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিল বলে শোনা যায়। রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুরের কথাও সবার জানা। কিন্তু, এমন একজন বলিউড তারকা আছেন যিনি সালমানকে ভালোবাসেন না অথচ ডেটে যেতে চান। তিনি জ্যাকুলিন ফার্নান্দেজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন বলেছেন, তাঁর এখন প্রেম করার সময় নেই। কাজে ব্যস্ত। তবে মাঝে মাঝে একা ফিল করেন। তবে সালমানের সঙ্গে ডেটে যেতে চান। তাহলে হয়তো অনেকটা ভালো লাগবে। সালমানের সাথে অন্তরঙ্গ সময় কাটানোটা অনেকটা রি-স্টার্টের মতো হয়তো কাজ করবে।

যদিও সালমানের সাথে এর আগেও ঘনিষ্ঠভাবেই দেখা গেছে এই লঙ্কান বলিউড অভিনেত্রীকে। প্রকাশ্যে চুম্বন করতে দেখা গেছে সালমানকে।

২০০৯ সালে বলিউডে অভিষেক করেন জ্যাকুলিন। তারপর কেটে গেছে ৮ বছর। একাধিক ভালো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, এখনও মুম্বাইয়ে বাড়ি কেনেননি তিনি। কেন? প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কায় তাঁর রেস্টুরেন্ট আছে। সেই পেশাটির সঙ্গেও তিনি যুক্ত। যাওয়া আসা করতে হয়। সে কারণে এখনও কেনেননি। তবে জ্যাকুলিনের ইচ্ছের কথা কি জানতে পেরেছেন সালমান? জানতে পারলে কি করবেন? তা অবশ্য জানা যায়নি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vPUrLM

August 20, 2017 at 09:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top