রায়গঞ্জ, ২০ আগস্টঃ এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জ শহরের উকিলপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। ভাঙচুর করে নার্সিংহোমে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি রায়গঞ্জ থানার আইসি-র নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্ণব মন্ডল ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। মৃতার পরিবারের অভিযোগ, ভুল চিকিত্সার জন্যই রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রোগীর পরিবার নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
মৃতার মা শিখা রায় জানান, সন্তান প্রসবের জন্য রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে আজ ভোর নাগাদ তাঁর মেয়ে কুহেলী বেরাকে ভরতি করা হয়। সেইসময় কর্তব্যরত একজন নার্স এসে দশটি ইনজেকশন দেয় তাকে। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। এরপরেই কুহেলীর মৃত্যু হয় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবারের লোকেরা। নার্সিংহোমে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানান, রোগী মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wm9hLB
August 20, 2017 at 09:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন