ফের বিতর্কে সানিয়া মির্জা। তাও আবার ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানো নিয়ে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস। পাকিস্তান ও ভারত যথাক্রমে ১৪ ও ১৫ অগস্ট ৭০তম স্বাধীনতা দিবস পালন করেছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের সেলিব্রিটিরাও তাঁদের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। সানিয়া মির্জাও ব্যতিক্রম নন! তিনিও যথারীতি সিনসিনাটি থেকে ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছিলেন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সতীর্থ টেনিস তারকা রোহন বোপান্না, পূরব রাজা, প্রজনেশ এবং বাবা ইমরান মির্জার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, স্বাধীনতা দিবসের ডিনার সিনসিনাটিতে ভারতীয় টেনিস পরিবারের সঙ্গে। আসন্ন বছরগুলোর জন্য শান্তি, সমৃদ্ধি এবং স্বাধীনতা এভাবেই বলবৎ থাকুক। একইরকম বার্তা সানিয়া রেখেছিলেন, টুইটারেও। ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার ছবি প্রকাশ্যে আসতেই পাকিস্তান থেকে বিষোদগার শুরু হয়। তাঁদের বক্তব্য, কেন পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে ভুলে গেলেন সানিয়া। পাকিস্তানের জনৈক টুইটারাত্তি লেখেন, সানিয়াজি আপনি পাকিস্তানের ইজ্জত, ভারতের কথা ভুলে যান। আপনি পাকিস্তানের স্বাধীনতা দিবসে কোনও পোস্ট করলেন না। আপনাকে বলার মতো কোনও ভাষা নেই। এরপর ফজল হক হঠাৎ ধর্মের প্রসঙ্গ এনে বলে দেন, শোয়েব মালিকের উচিত সানিয়াকে তালাক দেওয়া, কারণ সানিয়া আসলে হিন্দু। অন্য একজন লেখেন, শুধু দেশ নয়, একজনের স্ত্রী হিসেবেও আপনার যে দায়িত্বজ্ঞান রয়েছে, সেটা কী করে ভুলে যান! মনে করতে পারছি না আপনি পাকিস্তানকে কোনওদিন শুভেচ্ছা জানিয়েছেন বলে। তবে আমি ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wghDo0
August 18, 2017 at 10:57PM
18 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top