কলকাতা, ১৮ আগস্ট- বেশ টুকটাক শ্যুটিং করছিলেন মুম্বইয়ে। এই তো সেদিন শেষ করেছেন একটি শর্ট ফিল্মের কাজ। একতা কপূর প্রোডাকশনসের এমএমএস টু-তেও অভিনয় করছেন তিনি। তার মাঝেই সেরে নিলেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা। সবাইকে তাক লাগিয়ে বিয়েটাও সেরে ফেললেন। মুম্বইবাসী বিজনেসম্যান ও ফোটোগ্রাফার শিবম তিওয়ারীর সঙ্গে রিয়ার আলাপ প্রায় দুবছর। একসঙ্গে পার্টিশার্টিও করেছেন। কিন্তু তাঁরা যে সত্যিই জীবনসঙ্গী হওয়ার কথা ভাবছেন, এমনটা কেউ বুঝে উঠতে পারেননি। মা মুনমুনকে এই খবরটা দিতে তিনি অবশ্য বেশ খুশিই হয়েছিলেন। কারণ ছোট মেয়ে অবশেষে সেটল ডাউন করছে। অস্মিত পটেলের সঙ্গে প্রেম হয়েছিল রিয়ার। শেষটা সত্যিই সুখের ছিল না। এর পরেও আবার প্রেমে পড়েন তিনি। শোনা যায়, সাহিত্যিক সলমন রুশদির সঙ্গেও খুব আন্তরিক এক সম্পর্ক তৈরী হয়েছিল। পরের ঘটনা অজানা। কাজেই ছোট মেয়ের মনে আসলে কী চলছে, সেটা বুঝে উঠতে পারেননি তিনি। যদিও বিশ্বস্ত সূত্রে খবর, মুনমুন সেন ভেবেছিলেন, বড় মেয়ে রাইমাই আগে বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু রিয়া যে এমন তাক লাগাবেন, তা কিন্তু ভাবতেই পারেননি মা। চেন্নাইয়ে তাঁদের রেজিস্ট্রি কমপ্লিট। বিয়ের কার্ডও পৌঁছেছে নানা জায়গায়। কার্ডের উপরে সুচিত্রা সেনের সাদা-কালো ছবি মন ভরাবে। কার্ডটা অনেকেরই কাছে কালেকটিবল আইটেম হয়ে থাকবে। গায়েহলুদ পর্বও হয়ে গিয়েছে। নিকটবন্ধু ও পরিবারবর্গের উপস্থিতিতে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কলকাতা ও মুম্বই, দুই শহরেই হবে বর্ণাঢ্য রিসেপশন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2w8FENg
August 18, 2017 at 11:01PM
18 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top