সিলেটের কয়েকটি সরকে যান-চলাচল বন্ধ থাকবে দু’দিন…

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১২-১৩ আগস্ট সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর পবিত্র মাজার শরীফে ৬৯৮ তম পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ওরশ পালনের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে সিলেট মহানগর এলাকার সকল সম্মানিত জনসাধারণকে আগামি ১১ আগস্ট দুপুর ২টা থেকে ১৩ আগস্ট দুপুর ২টা কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
পবিত্র ওরশ চলাকালীন সময়ে আম্বরখানা থেকে চৌহাট্টা, দর্শন দেউরী হতে ঝর্ণারপাড়, রাজার গলি হতে মাজারের প্রধান গেইট, মিরের ময়দানস্থ হোটেল হেরিটেজ হতে ঝর্ণারপাড় রাস্তা এবং মাদ্রাসা সড়কস্থ পূবালী ব্যাংক গেইট হতে মিনার গেইট পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া মাজার ও ও তার আশপাশ এলাকায় কোন যানবাহন পার্কিং না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে, পবিত্র ওরশ চলাকালীন মাজার সংলগ্ন এলাকায় বসবাসকারী জনসাধারণ সুনির্দিষ্ট/উপযুক্ত তথ্য প্রদান করে যানবাহন প্রবেশ করতে পারবে। যান চলাচলে আরোপিত বিধি নিষেধ এ্যাম্বুলেন্স, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী সংস্থার জন্য শিথিল থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা প্রেরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং শান্তি পূর্ন ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভিরয্যের সাথে পবিত্র ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vPTggr

August 10, 2017 at 01:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top