ঢাকা, ৯ আগষ্ট- গত মঙ্গলবার সন্ধ্যায় কানাডা আওয়ামী লীগের একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলামের লেখা আমার দেখা স্বাধীনতা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংস্থাপন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, রহমত উল্লাহ এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও আওয়ামী লীগ অব কানাডার সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। এ সময় শেখ নুরুল ইসলাম কানাডায় তার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনীদের বহিষ্কারের দাবীতে মানব বন্ধন, স্বাক্ষর সংগ্রহের বিভিন্ন ছবি এবং পেপার কাটিং প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মোড়ক উন্মোচন শেষে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নুরুল ইসলামের লেখা বইয়ের প্রশংসা করে বলেন, এ ধরনের বই ভবিষ্যতে মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিল হিসেবে সাক্ষ্য দেবে। প্রধানমন্ত্রী কানাডায় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড যথাযথভাবে চালিয়ে যাওয়ার জন্য শেখ নুরুল ইসলামকে নির্দেশ দেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vORHi6
August 10, 2017 at 08:39AM
Home
»
বিশ্ব বাংলা
» কানাডা প্রবাসী শেখ নুরুল ইসলামের আমার দেখা স্বাধীনতা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন