সুরমা টাইমস ডেস্ক: বিজিবি’র সিও কর্তৃক বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বেনাপোলে স্টাফ করেসপন্ডেন্ট আজিজ আহমদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা হামলার ঘটনায় জড়িত বিজিবি’র সিওকে অবিলম্বে অপসারণ করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বাংলানিউজকের স্টাফ করেসপন্ডেন্ট আজিজ আহমদকে ডেকে নিয়ে শারিরিক নির্যাতন করা স্বাধীন সাংবাদিকতায় হুমকী স্বরূপ। একজন সরকারি কর্মকর্তার এ ধরণের দায়িত্বহীন কর্মকা- গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে।
তারা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও গণমাধ্যম বান্ধব। কিন্তু সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে কিছু সংখ্যক কর্মকর্তা এ ধরণের কান্ডজ্ঞানহীন আচরণ করছেন, বলেও তারা দাবি করেন। তারা এ ব্যাপারে সরকারকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রশাসনের মধ্যেও হীন মনোভাবের ঘাপটি মেরে থাকা কিছু সংখ্যক সরকার বিরোধী কর্মকর্তারাই নির্যাতনের মাধ্যমে গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছেন।
বক্তারা বলেন, কর্মকর্তা হলেই যে, আইন নিজের হাতে তুলে নেবেন তা হয় না। সাংবাদিক আজিজ বস্তুনিষ্ট প্রতিবেদন করায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এর বিচার হওয়া উচিত। কেননা, বিচার না হওয়ার প্রবণতা হামলাকারীদের উৎসাহিত করছে। আমরা প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো। আমাদের হাতে অস্ত্র নেই, কলম আছে। যত বাধা বিপত্তি আসুক আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখে যাব।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uhwmu6
August 07, 2017 at 07:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন