অবশেষে নিজের ছায়া থেকে বেরিয়ে আসতে পারলেন লিওনেল মেসি। দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে বার্সেলোনাকে ২-০ গোলে জেতালেন তিনি। পেনাল্টি থেকে গোল করতে না পারার হতাশা তিনি কাটালেন জোড়া গোল করে। লা লিগার প্রথম ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলের জয়ে বেশ কয়েকবার চেষ্টা করেও গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি মেসি। শনিবার সফল হলেন আলাভেসের মাঠে। স্বাগতিকরা রক্ষণেই বেশি মনোযোগ দিয়েছিল। শেষ পর্যন্ত তাদের রক্ষণভাগে চিঁড় ধরে ৫৬ মিনিটে। জোর্দি আলবার পাস নিয়ন্ত্রণে নিয়ে মাটি কামড়ানো শটে আলাভেসের জালে বল জড়ান মেসি। ৬৬ মিনিটে পাকো আলকাসেরের সৌজন্যে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর পর ৭৪ মিনিটে ডিবক্সের মাঝখান থেকে মেসির বাঁপায়ের শট ক্রসবারে লাগে। এর আগে ৩৮ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে এলির ফাউলের শিকার হন জেরার্দ পিকে। পেনাল্টি কিক নেন মেসি, কিন্তু তাকে ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক পাচেকো। তবে শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল আলাভেস। ২ মিনিটে লক্ষ্যের দিকে ছুটে আসা অস্কার রোমেরোর ফ্রিকিক ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। ১২ ও ৩১ মিনিটে সবরিনো দুটি সহজ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরেকবার লক্ষ্যভেদে ব্যর্থ হয় আলাভেস। ৪৭ মিনিটে গার্সিয়া কয়েক ইঞ্চি দূর থেকে লক্ষ্যভেদী শট নিতে পারেননি। এর ৯ মিনিট পর বার্সা দেখা পায় গোলের। আর পথ হারায়নি তারা। টানা দ্বিতীয় জয় তারা পেলো লা লিগায়। তবে দুই জয়ের চেয়েও বার্সার জন্য সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো মেসি ফিরেছেন ফর্মে। -সূত্র:গোল ডটকম এমএ/ ১২:৩২/ ২৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wI3xM6
August 27, 2017 at 06:32AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন