ঢাকা, ২৭ আগস্ট- দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই দলের চারটি টেস্টের মধ্যে তিনটিতেই অস্ট্রেলিয়া জিতেছে সহজে, ইনিংস ব্যবধানে। শুধু ১১ বছর আগে ফতুল্লায় জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ হার মেনেছিল ৩ উইকেটে। এবার সেই আক্ষেপ দূর করার সুবর্ণ সুযোগ। টাইগাররা যে এখন বদলে যাওয়া দল! দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে রবিবার সকাল দশটায়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। ২২ গজে লড়াই শুরু হওয়ার আগেই দুই দলের ক্রিকেটাররা নেমেছেন কথার লড়াইয়ে। বাংলাদেশ চায় সিরিজটা ২-০তে জিততে। স্বাগতিকদের পাল্টা জবাব দিতে দেরি করেনি অতিথিরা। অস্ট্রেলিয়ার বর্তমান দলটি কিছুটা অনভিজ্ঞ হলেও কয়েকজনের আছে যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এ বছরের শুরুতে ভারত সফরে লড়াই করে হার মানা স্টিভেন স্মিথের দল সম্পর্কে অধিনায়ক মুশফিকুর রহিমের মূল্যায়ন, অস্ট্রেলিয়া শক্তিশালী দল। অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকলেও তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ। অস্ট্রেলিয়াকে হারাতে হলে সব বিভাগে সেরা ক্রিকেটই খেলতে হবে আমাদের। বাংলাদেশের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ২-০তে জয়ের আত্মবিশ্বাস। যা শুনে অতিথি অধিনায়ক স্মিথের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বাংলাদেশ ১০০ টেস্ট খেলে জিতেছে মাত্র ৯টিতে। তাই এটা খুব বেশি সাহসী ভবিষ্যদ্বাণী। তবে এই মুহূর্তে তারা নিজেদের দক্ষতার ওপর ভীষণ আত্মবিশ্বাসী। সাকিবরা আত্মবিশ্বাসী হতেই পারেন অবশ্য। গত দুই বছরে ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স আত্মবিশ্বাসী হয়ে ওঠার মতোই। গত বছর ইংল্যান্ড প্রথম টেস্ট কোনও রকমে জিতলেও পরের টেস্টে হার মেনেছিল। সেটা নিশ্চয়ই আর সবার মতো অস্ট্রেলিয়াও মনে রেখেছে! বাংলাদেশের জন্য বড় সমস্যা সেরা একাদশ নির্বাচন। এ বিষয়ে মুশফিকের অভিমত, আবহাওয়া, কন্ডিশন ও পিচের কথা মাথায় রেখে একাদশ নির্বাচন করা হবে। আশা করি, লড়াইটা ভালো হবে। প্রথমে বাদ পড়েও দল ঘোষণার পরদিন সুযোগ পাওয়া মুমিনুল হক একাদশে থাকবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। অনেক দিন পর দলে ফেরা নাসির হোসেন থাকতে পারেন একাদশে। অধিনায়ক মুশফিক উইকেটরক্ষণের দায়িত্ব পালন করলে লিটন দাসের বাদ পড়া নিশ্চিত। এছাড়া স্পিন পিচের কারণে দুই পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। একাদশ কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে, পাশাপাশি দেখা দিয়েছে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস, আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। আর কে না জানে, বৃষ্টি ক্রিকেটের কত বড় শত্রু! এমএ/ ১২:২৮/ ২৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xC0Qs3
August 27, 2017 at 06:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন