কুড়িগ্রাম, ১৬ আগস্ট- বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে চলচ্চিত্র পরিবারের সদস্যদের দ্বন্দ্বের অবসান হলো। সম্প্রতি সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের আমন্ত্রণে তার ধানমণ্ডির বাসায় এক বৈঠকে চলচ্চিত্র পরিবারের সদস্য ও প্রদর্শক সমিতির নেতাকর্মীরা মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক, সদস্য সচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রিয়াজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাসসহ অনেকে। বৈঠকে তারা চলচ্চিত্রের অস্থিরতা নিয়ে আলোচনা করেন। এবং চলচ্চিত্রের স্বার্থে দ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। কেন এই দ্বন্দ্ব এবং চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা হয় দুই পক্ষের সঙ্গে। চিত্রনায়ক ফারুক বলেন, এখানে কে শিল্পী, কে প্রদর্শক সেটা বড় বিষয় নয়। আমার সবাই চলচ্চিত্র পরিবারের লোকজন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে আবার তা ঠিকও হবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, মূলত সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের আমন্ত্রণে শনিবার রাতে আমরা তার বাসায় যাই। সেখানে যাওয়ার পর চলচ্চিত্র পরিবারের সদস্যদের দেখে আমরাও অবাক হই। আমার ওপর হামলার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। চলচ্চিত্রের স্বার্থে তারা এ দ্বন্দ্বের অবসান চেয়েছেন। দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে আমিও এর অবসান চাই। এখন থেকে আমরা সবাই মিলেমিশে কাজ করব। চিত্রনায়ক রিয়াজ বলেন, ভালো লাগছে, শেষ পর্যন্ত এই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দেশীয় চলচ্চিত্র রক্ষার স্বার্থে সবাই এক হয়েছি, শিল্পী হিসেবে এটি অনেক বড় আনন্দের সংবাদ। কিছু ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করেছিল। চলচ্চিত্রের মুরবি্বরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই মিলে একসঙ্গে বাংলা চলচ্চিত্র রক্ষার জন্য কাজ করতে চাই। এ দেশ আমাদের, বাংলা ছবি আমাদের, তা রক্ষা করার দায়িত্বও আমাদের। এদিকে, ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার প্রতিবাদে চলচ্চিত্র প্রদর্শক সমিতির বার্ষিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় মিশা সওদাগর, রিয়াজ, জায়েদ খান, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন এবং খোরশেদ আলম খসরুর কোন ছবি তারা হলে চালাবেন না। সে বিষয়ে জানতে চাইলে নওশাদ বলেন, শিগগিরই আমরা এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করব। আমরা সব ভুলে মিলেমিশে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wajn24
August 17, 2017 at 02:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top