তিরুবনন্তপুরম, ১৬ আগস্টঃ ফের ব্লু-হোয়েল গেমের ফাঁদে পড়ে আত্মঘাতী এক কিশোর। মনোজ সি মনু (১৬) নামে ওই কিশোর কেরালার তিরুবনন্তপুরমের বাসিন্দা। জানা গিয়েছে, গত ২৬ জুলাই গলায় ফাঁস লাগিয়ে আত্নঘাতী হয় সে। মঙ্গলবার এক মালায়লম টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে ওই কিশোরের মা জানিয়েছেন, গত নভেম্বর মোবাইলে ব্লু-হোয়েল গেমটি ডাউনলোড করেছিল মনোজ। তখন থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দিতে থাকে। বন্ধুদের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিল। রাত জেগে ওই গেল খেলত সে। এমনকি একবার নদীতে ঝাঁপ মেরেছিল মনোজ। কিশোরের মৃত্যুতে ব্লু-হোয়েল গেমকেই দায়ী করেছেন ওই কিশোরের মা। যদিও ওই কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। তবে ওই কিশোরের মোবাইলে মারণখেলার তথ্যও পাওয়া যায়।
ইতিমধ্যেই ব্লু-হোয়েল গেমের নিষিদ্ধ করার নির্দেশের দিয়েছে কেন্দ্র। গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও ইয়াহু সহ বিভিন্ন অনলাইন সংস্থাকে ব্লু-হোয়েল গেমের লিঙ্ক ইন্টানরেট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এধরনের ঘটনার ঘটে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2v1C1nF
August 16, 2017 at 08:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.