নগরীরতে ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যু!

স্টাফ রিপোর্টার: ডাক্তারের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে সিলেটের মা ও শিশু হাসপাতালে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় ভাংচুরের এ ঘটনা ঘটে।

রোগীর স্বজনরা জানান- নগরীর মেন্দিবাগ এলাকার কায়েছ আহমদের স্ত্রী ৭ মাসের অন্তস্বত্তা ছিলেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রফেসর ডা. আব্দুস ছবুর এর পরামর্শে সিলেট মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রফেসর ডা.আব্দুস ছবুর রাত ১১ টার পর কোন ক্লিনিকে গিয়ে রোগীর সিজার করেন না বলে জানান, তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদেরকে সকাল পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বলেন।

গতকাল মঙ্গলবার সকালে ১০টায় প্রফেসর ডা. আব্দুস ছবুর হাসপাতলে গিয়ে ঐ মহিলার শারীরিক চেক-আপ শেষে জানান, ‘বাচ্চাটি নরমাল ডেলিভারি হবে। সিজার করা লাগবে না।’এরপর সকাল ১১ টার দিকে রোগীর প্রচন্ড ব্যথ্যা শুরু হয়। স্বজনরা সে সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদেরকে জানান। চিকিৎসকরা প্রফেসর ডা. আব্দুস ছবুরের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ডা.বর্ণালি সিনহাকে পাঠানোর কথা বলেন। কিন্তু ডাক্তার আসতে দেরি হওয়ায় রোগীর স্বজনরা তাকে সোবহানীঘাটস্হ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে রোগীর মৃত শিশু ডেলিভারি হয়। এ নিয়ে সন্ধ্যায় রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালান।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা ডাক্তার ছবুরের কোন বক্তব্য পাওয়া যায়নি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v1iPGs

August 16, 2017 at 08:08PM
16 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top