ঢাকা, ৩০ আগষ্ট- ঢাকা টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। আর অস্ট্রেলিয়ার করতে হবে ১৫৬ রান। তবে এই টেস্টের উইকেটকে আনপ্রেডিক্টেবল বললেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। উইকেটের আচরণে অবাক তিনি। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে উইকেট নিয়ে আক্ষেপ ছিল তামিমের কণ্ঠে। তিনি বলেন, আমাদের পুঁজি কম না। একটা দিন আগে হলেও ২৬০ রানে আমরা খুশি থাকতাম। কিন্তু আজকে আমাদের কাছে সুযোগ ছিল। লিড বাড়িয়ে ৩০০ এর বেশি করার। সেদিক দিয়ে কিছুটা হতাশ। ৩০০ হলে সুবিধা হতো। উইকেটের কথা বলবো যে, এটা আনপ্রেডিক্টেবল। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ধৈর্য্য ধরে আমাদের থাকতে হবে। আগের ইনিংসগুলোতে দেখছেন যে, একটা উইকেট পড়লে দুই তিনটা উইকেট পড়ে যায়। খুবই আনপ্রেডিক্টেবল। আমাদের এখন ভালো জায়গায় বল করতে হবে। আজও আমরা যদি ভাল জায়গায় বল করতে পারতাম। ওদের দুটি উইকেট পড়ার পর যদি আরো টাইট বল করতে পারতাম, দিনটা আরো ভালো হতে পারতো আমাদের জন্য। গত অক্টোবরে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিলো বাংলাদেশ। এরপর বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে ইংলিশরা। সেখানে দাঁড়িয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো ইংল্যান্ড। কিন্তু চা-বিরতির পর ইংল্যান্ডের স্বপ্ন চুরমার করে দেন বাংলাদেশের দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। তাই শেষ পর্যন্ত ১০৮ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচ থেকে উৎসাহী হতে পারছেন কি-না এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ইংল্যান্ডের ম্যাচটার মতোই পরিস্থিতি। বুধবার আমাদের যে জিনিসটা করতে হবে, ভালো জায়গায় বোলিং করে যেতে হবে। উইকেটের জন্য নয়। ডট বলের জন্য বল করি, চাপ দিতে থাকলে উইকেট আসবে। ১৫০ রান খুব বেশি মনে হচ্ছে না। উইকেটটাই এমন। যে দুজন আছে, তাদের একজন আউট হয়ে গেলে কী হবে, ইউ নেভার নো। এ রকম অনেক ম্যাচ দেখেছি। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিও। ইতিহাস দেখে চিন্তা করলে চলবে না। কাজটা করতে হবে আমাদের। যে দুজন উইকেটে আছে, তারা ওদের সেরা ব্যাটসম্যান। যতো দ্রুত তাদের আউট করতে পারবো, ততো সুযোগ থাকবে আমাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসে ৭১ ও ৭৮ রানে আউট হন তামিম। আজও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে খালি হাতেই ফিরেন তিনি। তাই সেঞ্চুরি না পারার হতাশায় তামিম, যেভাবে আউট হয়েছি, সেটা নিয়ে প্রশ্ন নিয়ে থাকা উচিত নয়। কারণ আমার নিয়ন্ত্রণে ছিল না। প্রথম ইনিংসেও। তবে আমি যেভাবে ব্যাটিং করেছি, সেঞ্চুরি পেলে অবশ্যই খুশি হতাম। যেভাবে আমি ব্যাটিং করেছি, আমি একটা সেঞ্চুরি পেতেই পারতাম। কিন্তু এই উইকেটে কিছুই নিশ্চিত নয়। আর/১২:১৪/৩০ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wlAcEd
August 30, 2017 at 06:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top