জরিমানা গুনতে হলো শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টকে

নিজস্ব প্রতিনিধি:: ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক গ্রাহকের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার এই জরিমানা করা হয়। ওইদিনই একই ধরণের অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোডস্থ স্প্রিং কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ জরিমানা কার্যকর হয়।

এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২ হাজার ৫শত টাকা ও মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থিত স্প্রিং কর্ণারের বিরুদ্ধে লিখিত অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হারে ২শত ৫০ টাকা প্রদান করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xKpVkI

August 30, 2017 at 12:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top