রিয়াদ, ০২ আগস্ট- রিয়াদে সৌদি পোস্টের নির্ধারিত ১০টি শাখায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। গতকাল মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সহজে সেবা দেওয়া নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস শুধু এমআরপি আবেদন সৌদি পোস্টের নির্ধারিত দপ্তরের মাধ্যমে জমা নেওয়া এবং নতুন এমআরপি বিতরণের কাজ শুরু করেছে। ১ অক্টোবর থেকে বাধ্যতামূলকভাবে উল্লেখিত সৌদি পোস্টের নির্দিষ্ট শাখাগুলোতে এমআরপি রিইস্যুর জন্য আবেদন জমা দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পর দূতাবাসে এমআরপি রিইস্যুর কোনো আবেদন জমা নেওয়া হবে না। সৌদি পোস্টের মাধ্যমে এই সেবা নিতে রিয়াদ শহরের মধ্যে বসবাসকারীকে নির্ধারিত ফিয়ের অতিরিক্ত মাত্র ৪০ রিয়াল এবং রিয়াদ ছাড়া অন্য যেকোনো শহরের জন্য ৮০ রিয়াল সৌদি পোস্টের অফিসে জমা দিতে হবে। কারণ, পাসপোর্টের জন্য দূতাবাসে আসতে হলে কমপক্ষে একদিন ছুটি নিতে হয়। ছুটি না পেলে বেতন কাটার শর্তে দূতাবাসে আসতে হয়। নতুন ব্যবস্থায় প্রবাসীদের অর্থ ও সময় বাঁচবে। এমআরপির আবেদন জমা দেওয়ার সময় মেয়াদ উত্তীর্ণ মূল পাসপোর্ট এবং তার একটি অনুলিপি (মূল পাসপোর্ট শুধু দেখাতে হবে, তা জমা নেওয়া হবে না), পূরণকৃত রিইস্যু ফরম, মূল ইকামা এবং ইকামার অনুলিপি (মূল ইকামা শুধুমাত্র প্রদর্শন করতে হবে, তা জমা নেওয়া হবে না) দিতে হবে। দূতাবাসের ওয়েবসাইটে (http://ift.tt/2w6GzLf) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। সৌদি পোস্ট তাদের নির্দিষ্ট বুথের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে পূরণকৃত রিইস্যু ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করে দূতাবাসে জমা দেবে এবং নতুন পাসপোর্ট তৈরি হওয়ার পর দূতাবাস সেটি হস্তান্তর করলে সৌদি পোস্ট তা গ্রাহককে একই বুথের মাধ্যমে ফেরত দেবে। সৌদি পোস্ট সংগৃহীত রিইস্যুর আবেদনপত্রটি দূতাবাসে হস্তান্তরের পরপরই একটি খুদে বার্তা দেবে এবং পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হওয়া মাত্রই পাসপোর্ট সংগ্রহের অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠাবে। আবেদন জমা দেওয়ার পর থেকে শুরু করে পাসপোর্ট পাওয়া পর্যন্ত সময় লাগবে ২০/২৫ দিন। এ ছাড়া যেকোনো সময় সৌদি পোস্টের ওয়েবসাইটে গিয়ে আবেদনটি কোন অবস্থায় রয়েছে তা জানা সম্ভব হবে। উল্লেখ্য, ২০১৪-২০১৫ সালের মধ্যে দূতাবাস প্রায় চার লাখ এমআরপি ইস্যু করেছিল। এমএ/ ১০:২৪/ ০২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uWnYCV
August 03, 2017 at 04:27AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.