ছাত্রলীগকর্মীকে শিবির সাজিয়ে পুলিশে সোপর্দ!

সাইয়িদ মাহমুদ পারভেজ ● কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেরে আব্দুল হালিম নামে এক ছাত্রলীগকর্মীকে শিবির সাজিয়ে সাড়ে ১৬ ঘণ্টা আটকে রেখে মারধরের পর পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইলয়াস হোসেন সবুজ ক্ষমতার প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে আব্দুল হালিমের বাবা মো. আব্দুল কাদের মঙ্গলবার অভিযোগ করেছেন। তিনি জানান, কুবি ছাত্রলীগের ইলিয়াস সবুজের গ্রুপ না করায় তার ছেলেকে ফাঁসানো হয়েছে।

আব্দুল হালিম বিশ্বদ্যিালয়ের মার্কেটিং বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটেশ্বর গ্রামের বাসিন্দা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৩০০৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।

বিশ্বদ্যিালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আব্দুল হালিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বিশ্বদ্যিালয়ে ইলিয়াসের প্রতিপক্ষ আলিফ-রেজা গ্রুপ করতেন। সেই থেকেই তার সঙ্গে ইলিয়াস গ্রুপের বিরোধ চলছিল। ইলিয়াস সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিপক্ষদের চাপের মধ্যে রাখছেন। ২০ জুলাই রাত ১১টায় আব্দুল হালিমকে শিবিরের বই, সিডি ও চাঁদা আদায়ের রসিদ ধরিয়ে দিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত হলে তার নিজের কক্ষে বেদম প্রহার করেন ইলিয়াস গ্রুপের কর্মীরা। এর পর তাকে সারা রাত আটকে রেখে পরদিন দুপুরে প্রক্টরকে জানানো হয়। বিকাল সাড়ে ৪টায় দীর্ঘ সাড়ে ১৬ ঘণ্টা পর তাকে পুলিশে দেওয়া হয়।

আব্দুল হালিমের বাবা মো. আবদুল কাদের প্রশ্ন করেন- এভাবে আমার ছেলেকে আটকে রেখে সাড়ে ১৬ ঘণ্টা পর পুলিশে দিল, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী করল?

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ড. বিশ্বজিৎ চন্দ্র দেব কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন, ২১ জুলাই দুপুর সোয়া ১টায় ইলিয়াস হোসেন সবুজ মোবাইল ফোনে তাকে জানায়, আব্দুল হালিমকে শিবিরের সিডি, নোটবুক ও চাঁদা আদায়ের রসিদসহ আটক করা হয়েছে। এ সময় ছাত্ররা তাকে মারধর করে। বিষয়টি সম্পর্কে তদন্ত করতে ও স্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করতে তিনি ওই চিঠিতে পুলিশকে অনুরোধ জানান।

এদিকে ইলিয়াস সবুজ তার মামলায় উল্লেখ করেছেন, ২০ জুলাই রাত ১১টার সময় আব্দুল হালিমকে আটক করা হয়। আর পুলিশে দেওয়া হয় ২১ জুলাই দুপুরে। পুলিশের ডায়েরিতে উল্লেখ রয়েছে, মামলা দায়েরের সময় ২১ জুলাই বিকালে সাড়ে ৪টা। এই রহস্যময় ঘটনা এবং দীর্ঘ সাড়ে ১৬ ঘণ্টা আব্দুল হালিমকে আটকে রাখার বিষয়টিও রহস্যজনক বলে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

আব্দুল হালিমের বাবা ঘটনাকে সাজানো দাবি করে তা থেকে তার ছেলেকে মুক্তি দিতে প্রশাসনসহ সবার প্রতি অনুরোধ জানান। তিনি প্রশ্ন রেখে বলেন, যেখানে প্রক্টরের বাদী হয়ে মামলা করার কথা, সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি বাদী হয়ে কেন মামলা করলেন?

এ ব্যাপারে পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি রাজু বলেন, আব্দুল হালিম এলাকায়ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। একই কথা জানান পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল।

কুমিল্লা জেলা ছাত্রলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. এরশাদ জানান, আব্দুল হালিম আমার সঙ্গে ছাত্রলীগের মিটিং মিছিলে যোগ দিয়েছে। সে ছাত্রলীগ করে। এ ব্যাপারে ইলিয়াসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

The post ছাত্রলীগকর্মীকে শিবির সাজিয়ে পুলিশে সোপর্দ! appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2vpuD9m

August 02, 2017 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top