টেকনিক্যাল স্কুল ও কলেজে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজে ইলেক্ট্রিক্যাল টেকনোলজীতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর এবি.এম রাশেদুল হাসান।
চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আরজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইলেক্ট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর মুহা. আলাউদ্দিন, ইলেক্ট্রনিক্স বিভাগের চীফ ইন্সট্রাক্টর ফাতেমা খানম, ইন্সট্রাক্টর এ.কে.এম আলাউদ্দিন, ইন্সট্রাক্টর আবু সাদাত সাঈদ আহমেদসহ অন্যরা। প্রধান অতিথি কোর্সের সাফল্য কামনা করে জঙ্গীবাদ বিষয়ে সতর্ক থাকা এবং মাদক থেকে দূরে থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার উপর গুরুত্ব দেয়ার আহবান জানান। এসময় প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল টেকনোলজির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৮-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2vpuZxu

August 01, 2017 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top