ঢাকা, ১৯ আগস্ট- দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। শুধু টাইগাররা নয়, অতিথিরাও মাঠে নামতে উন্মুখ। কিন্তু এমন প্রতীক্ষার লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টিতে খেলা হতে পারবে তো? এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনে। স্টিভেন স্মিথও এর বাইরে নন। বৃষ্টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় অস্ট্রেলীয় অধিনায়ক। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বৃষ্টির প্রসঙ্গ উঠতেই দুর্ভাবনা ফুটে উঠলো স্মিথের কণ্ঠে, বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম চলছে। আমরা জানি না, বৃষ্টি হলে উইকেট ঠিক করতে কিউরেটররা কতটা সময় নেবেন। তবে বৃষ্টি কিংবা প্রতিকূল উইকেট সব কিছুর সঙ্গেই আমাদের মানিয়ে নিতে হবে। বৃষ্টি নিয়ে দুর্ভাবনা থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় খুশি স্মিথ। নিরাপত্তা না পাওয়ার শঙ্কায় ২০১৫ সালে বাংলাদেশে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। এবার অবশ্য এ বিষয়ে অতিথি অধিনায়কের কণ্ঠে উচ্ছ্বাস, নিরাপত্তা নিয়ে আমাদের প্রতিনিধি দল সন্তুষ্ট। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরাও খুশি। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি, সিরিজে দারুণ লড়াই হবে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্ট হবে মিরপুর ও চট্টগ্রামে। মিরপুরে প্রথম টেস্ট শুরু ২৭ আগস্ট। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ২২ ও ২৩ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এমএ/ ১০:০২/ ১৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wcoHl3
August 20, 2017 at 04:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন