দীর্ঘদিন পর মাঠে ফিরেই অর্ধশতক করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতেও এইক রূপ দেখান। একের পর এক রেকর্ড গড়ে সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। সেই তিনিই এখন এক বিখ্যাত মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে নামার আগে বান্ধবীর সঙ্গে একান্তে সময় কাটালেন রাহুল। তার সেই বিশেষ মুহূর্তের ছবি আপাতত ভাইরাল নেট দুনিয়ায়। জানা যায়, রাহুলের বান্ধবীর নাম এলিকজার নাহার। একটি বিখ্যাত স্পোর্টস শো-এর সঞ্চালিকা তিনি। দীর্ঘদিন আগেই এলিকজারের সঙ্গে পরিচয় হয় রাহুলের। অন্য তারকাদের মতো নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক করেননি রাহুল বা এলিকজার কেউই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জুটি জানিয়েছিলেন, ওপেন রিলেশনপশিপেই বিশ্বাসী তারা। আইপিএল ময়দান থেকে জনপ্রিয় টিভি শো, সর্বত্র বান্ধবীর সঙ্গেই দেখা গিয়েছে এই ভারতীয় ব্যাটসম্যানকে। এইবার ছবি ভাইরাল হওয়ার পর রাহুলভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়াও জানান। তবে তাদের অধিকাংশই রাহুল-এলিকজার জুটিকে শুভকামনা জানিয়েছেন। এমএ/ ৯:৫০/ ১৯ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ig9I3T
August 20, 2017 at 03:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top