র‌্যাবের হাতে নগরী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক : সিলেট নগরীর রিকাবীবাজার এলাকা থেকে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক হচ্ছেন রুমন মিয়া (২৭)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের কয়ছর মিয়ার ছেলে। তিনি নগরীর সাগরদিঘীর পার এলাকাতে বসবাসরত ছিলেন।

র‌্যাব জানায়- রুমন মিয়ার বিরুদ্ধে নগরীতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারের সময় সে পালানোর চেষ্টা করেছিল। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করেন।

র‌্যাব-৯’র সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে রিকাবীবাজার এলাকাতে একজন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ukzpAX

August 02, 2017 at 11:38PM
02 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top