ঢাকা, ০২ আগষ্ট- মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। গতকাল তিনি একটি বিশেষ বার্তা নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন। মূল প্রসঙ্গ ছিল সম্প্রতি রিসিলা বিনতে ওয়াজের নামক একজন মডেলের আত্মহত্যা। আত্মহত্যা যে কোনো সমাধান নয়, সেটি বোঝাতে গিয়ে তিনি বলেছেন নিজের ব্যক্তিগত জীবনের কিছু চড়াই-উৎরাই এর কথা। তার বাবা মা তাকে কী বানাতে চেয়েছিলেন, তিনি কী হতে পারেননি, কেন হতে পারেননি, না পারার কারণে উনি অনেক সময় আত্মহত্যার কথা ভেবেও আত্মহত্যা করেননি, মাদকাসক্ত হননি- এ সব বিষয়ে কথা বলেন তিনি। মোঠকথা, তিনি তার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে বেরিয়ে এসে কীভাবে বর্তমানে টিকে রয়েছেন সেসব বিষয় নিয়েও আলোচনা করেন উক্ত ভিডিওতে। রিসিলার আত্মহত্যার সিদ্ধান্তকে মেনে নেননি তিনি। রিসিলার সন্তানের কথা ভেবে ব্যথিত হয়েছেন অভিনেত্রী ফারিয়া। অনতিদীর্ঘ ৩১ মিনিট ৫ সেকেন্ড ব্যাপ্তির উক্ত ভিডিওর ৫ মিনিট ২৭ সেকেন্ডের সময় তিনি ব্যক্ত করেন তার সাবেক প্রেমিকের কথা। কীভাবে উক্ত প্রেমিক তাকে অত্যাচার করতেন, কীভাবে তিনি সেই অত্যাচার কাটিয়ে উঠেছেন, সেসব কথা তিনি বলেছেন ভিডিও বার্তায়। ৬ মিনিট ৫০ সেকেন্ডের মাথায় তিনি মিডিয়ার প্রসঙ্গে কথা তুলে বলেন- মিডিয়ার অনেক মানুষই আমাকে অপমান করেছে, তাদের নোংরা প্রস্তাব আমি মেনে নিতে পারিনি, খারাপ কিছু করতে পারিনি। সাধারণ মানুষ মনে করে সেলিব্রিটিদের জীবন অনেক চাকচিক্যময়- এই বিষয়েও কথা বলেছেন ভিডিওটির ৯ মিনিট ২৭ সেকেন্ডের মাথায়। ১২ মিনিট ১৮ সেকেন্ডের সময় তিনি বলেছেন- আত্নহত্যা করা একটা লুজারদের মতো কাজ। জীবনের অনেক ঘটনার জের ধরে একটা সময় ফারিয়া শাহরিন ভাবতেন- বেঁচে থেকে কী হবে! কিন্তু এখন তার দিকে দেখুন? তিনি ভালো নেই? ১৬ মিনিটের মাথায় তিনি নিজের জীবনের উপর সন্তুষ্ট হয়ে বলেছেন- আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। ২৪ মিনিট ২৫ মিনিটের মাথায় তিনি বলেন- আমার ১০ বছরের মিডিয়া ক্যারিয়ারে কেউ বলতে পারবে না যে আমি খারাপ। মাদকাসক্তি কিংবা আত্মহত্যা কোনো সমাধান নয়- পরিশেষে এই বার্তা দিয়ে তিনি তার ভিডিও বার্তার সমাপ্তি টেনেছেন। ভিডিওটি দেখুন এখানে: ফারিয়া শাহরিন মিডিয়া জগতে প্রবেশ করেছেন কথা দিলাম বিজ্ঞাপনের মাধ্যমে। তিনি একজন লাক্স তারকা। আকাশ কত দূরে নামক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে তিনি পড়াশোনা করা নিয়েই ব্যস্ত রয়েছেন। তাই অভিনয়ে খুব একটা বেশি চোখে পড়ছে না তাকে আজকাল। আর/১০:১৪/০২ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2u0A7nD
August 03, 2017 at 05:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top