মালদা, ১৮ আগস্টঃ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি মালদায়। ফুলহরের জলস্তর নামতে শুরু করলেও হু হু করে বাড়ছে মহানন্দার জল। নদীর সংলগ্ন এলাকাগুলি কঠিন অবস্থার মধ্যে। তবে শহর এলাকা এখনও স্বাভাবিক রয়েছে। জল ঢোকার আশঙ্কায় আগে থেকেই পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পাশাপাশি বেশ কয়েকটি স্কুলে জলবন্দি মানুষকে সরিয়ে আনা হয়েছে। বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শুক্রবার সকালে মহানন্দার জলস্তর ছিল ২২.৬৫ মিটার। চরম বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপরে। ফুলহরের জল এদিন সকালে ২৭.৭৫ মিটার উচ্চতা থেকে আরও নামছে। গঙ্গা ২৪.৫৩ মিটার উচ্চতায় স্থিতিশীল রয়েছে। তবে বন্যা পরিস্থিতি কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় প্রশাসন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wfzk6Z
August 18, 2017 at 01:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন